• লা লিগা
  • " />

     

    বার্সার কোচ হয়েই ফিরতে চান ইনিয়েস্তা

    বার্সার কোচ হয়েই ফিরতে চান ইনিয়েস্তা    

    ফুটবলের হাতেখড়ি এই ক্লাবেই। ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন বার্সেলোনাতে, আছে হাজারো স্মৃতি। সেই বার্সার সাথে সব সম্পর্ক চুকেবুকে ফেলা কি এতই সহজ? মৌসুম শেষে ক্লাব ছাড়লেও তাই আবারো এখানে ফেরার ইঙ্গিত দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ফুটবলার নয়, ন্যু ক্যাম্পে ফিরতে চান কাতালানদের কোচ হয়ে।

    আরও কয়েক বছর খেলার পর কোচিংয়েই মনোনিবেশ করতে চান ইনিয়েস্তা, জানিয়েছেন স্প্যানিশ রেডিও এল ট্রানজিসটরকে, ‘ ভবিষ্যতে আমি আবারো বার্সেলোনায় ফিরতে চাই। এটা আমার বাড়ি, এখানে আমি আজীবন সুখেই ছিলাম। এই ফেরাটা হয়ত খেলোয়াড় হিসেবে হবে না। এখন একটু একটু করে কোচিংয়ের প্রতি আগ্রহ জাগছে। আরও কয়েক বছর খেলতে চাই যদিও। এরপর কোচিংয়ে পূর্ণ মনোযোগ দেব।’

     

     

    বার্সেলোনাতে তো সুখেই ছিলেন, আজীবনের জন্য চুক্তিও হয়েছিল। তাহলে ক্লাব ছাড়ছেন কেনও? ইনিয়েস্তা বলছেন, নতুনদের জন্যই জায়গা ছেড়ে দিয়েছেন, ‘ক্লাব ছাড়ার এটাই সঠিক সময় ছিল। দলকে আমি আর বেশি কিছু দিতে পারছি না। ক্লাবের চাহিদাটা কী সেটা ভালোভাবেই জানি। এজন্যই সরে দাঁড়ানোই উত্তম সিদ্ধান্ত বলে হয়েছে। আমি তো আরও ১০ বছর এখানে খেলতে চেয়েছি, কিন্তু চাইলেই কি হয়?’