নিজেদের সমর্থকের হামলায় মাথা ফাটল লিসবন ফুটবলারের

দুদিন আগেই মৌসুমের শেষ ম্যাচ হেরে হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ। সেই ক্ষোভটাই হয়ত জমা ছিল কিছু সমর্থকের মনে। অনুশীলন গ্রাউন্ডে স্পোর্টিং লিসবনের ফুটবলার ও কোচিং স্টাফের ওপর হামলা চালিয়েছে কয়েকজন মুখোশধারী। সেই হামলায় গুরুতর আহত হয়েছেন নেদারল্যান্ডস স্ট্রাইকার বাস দস্ত।
পর্তুগিজ কাপ ফাইনালের জন্য প্রস্তুতি নিতে লিসবনের ফুটবলাররা হাজির হয়েছিলেন অনুশীলন করতে। অনুশীলনের এক পর্যায়ে প্রায় ৫০ জনের মুখোশধারী দল আচমকা হামলা চালায় ফুটবলার ও কোচ হোর্হে হেসুসের ওপরে। হামলাকারীরা ভাংচুর করে ড্রেসিংরুমও। হামলার ফুটেজ নিতে গেলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকিও দেওয়া হয়।
হামলায় মাথা ফেটে গেছে দস্তের। সেই ফেটে যাওয়া মাথার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই মাঝে। ঘটনার পর সন্দেহজনক ২১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
লিগ কর্তৃপক্ষ বলছে, এটা ‘ফুটবল ভক্তদের’ কাজ হতে পারে না, ‘লিসবনের ফুটবলারদের সাথে যা হয়েছে, সেটা পুরোপুরি একটা পরিকল্পিত হামলা। এটা কোনো ফুটবল সমর্থকের কাজ হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এটার জন্য কঠোর শাস্তি পেতে হবে তাদের।’