ভয়ে আছেন নেইমার!
তিনমাস হলো মাঠের বাইরে, ক্লাব ছাড়ার গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিনিয়তই। ফ্রেঞ্চ লিগের বর্ষসেরা পুরস্কার নেওয়ার সময় হাসিমুখে দেখা গেলেও নেইমার যে খুব একটা স্বস্তিতে নেই, সেটা পুরস্কার তুলে দেওয়া রোনালদোর মতো হয়ত বুঝতে পারছিলেন সবাই। এবার নেইমার নিজেই স্বীকার করলেন, বিশ্বকাপকে সামনে রেখে সবকিছু মিলিয়ে খানিকটা ‘ভয়ের’ মাঝেই আছেন!
বিশসকাপ শুরু হতে বাকি মাত্র ২৮ দিন। ইনজুরি থেকে না ফিরলেও ব্রাজিলের ২৩ জনের বিশ্বকাপ স্কোয়াডে আছেন নেইমার। ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে নেইমার জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে রিয়ালে যাওয়ার গুঞ্জন, ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার চাপ; কোনটাই স্বস্তি দিচ্ছে না তাকে, ‘খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। বলতে পারেন এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের একটা। আমি জানি আমাকে নিয়ে সবাই ভাবছে। কিন্তু মাঠে ফেরা ও অন্য সব ব্যাপারে আমার চেয়ে বেশি ভয়ে কেউ নেই।’
এই কঠিন সময়ে পরিবার, ভক্ত, সতীর্থদের পাশে পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি নেইমার, ‘সবাই সবসময় আমাকে উৎসাহ জুগিয়েছে। ইনজুরি থেকে ফিরতে এটা অনেক সাহায্য করেছে। আমার মাথায় হাজারো ভাবনা ঘুরপাক খায়, সত্যি বলতে অনেক শঙ্কা ও ভয়ের মাঝেই আছি।’