"রিয়ালের ফাইনাল খেলা আমাকেও অনুপ্রাণিত করে"
তারাও হয়ত থাকতে পারতেন কিয়েভের ফাইনালে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হয়ত দেখা যেত আরেকটি এল ক্লাসিকো। কিন্তু রিয়াল মাদ্রিদ যখন টানা হ্যাটট্রিক শিরোপার জন্য প্রস্তুতি নিচ্ছে, লিওনেল মেসির বার্সেলোনা তখন শুধুই দর্শক। চ্যাম্পিয়নস লিগে বাদ পরার হতাশা থেকেই কিনা মেসি জানালেন, প্রত্যেক পজিশনে সেরা ফুটবলার আছে বলেই ফাইনাল খেলছে রিয়াল।
রোমার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগের বাজে পারফরম্যান্সে বাদ পড়েছিল বার্সা। টিওয়াইসি স্পোর্টসকে মেসি জানালেন, রিয়াল খারাপ খেললেও শেষ পর্যন্ত ফলটা বের করে আনে নিজেদের পক্ষেই, ‘পজিশনের দিকে তাকালে খেয়াল করবেন, মাদ্রিদের একাদশে সেরা ফুটবলাররাই খেলছে। বার্সার আছে এমন ফুটবলার, কিন্তু তাদের একটা বিশেষ জিনিস আছে যা শুধু তাদেরই আছে। সেটা হচ্ছে, তারা খারাপও খেললেও ইতিবাচক ফল নিয়েই মাঠ ছাড়ে। অন্যদিকে আমাদের ম্যাচ জিততে হলে সবসময়ই ভালো খেলতে হয়।’
চিরপ্রতিদ্বন্দ্বী হলেও রিয়ালের এই অগ্রযাত্রা মেসিকে অনুপ্রেরণা যোগায়, ‘রোমার বিপক্ষে জিতেই আমাদের সেমিতে যাওয়া উচিত ছিল। বাদ পড়াটা ছিল ভয়ানক হতাশাজনক। তবে মাদ্রিদকে আবারও ফাইনালে দেখে অনুপ্রেরণা পাই। আমিও বারবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, এটা ফুটবলার হিসেবে আমরা সবাই চাই।’