চমকে ভরা ফ্রান্স দলে নেই লাকাজেত-মার্শিয়াল
বড় দলগুলোর মধ্যে ব্রাজিল, ইংল্যান্ড যেমন ২৩ জনের দল দিয়ে দিয়েছে। কমবেশি চমক আছেই, তবে ফ্রান্সের ২৩ জনের দল ছাড়িয়ে গেছে সবকিছু। অ্যান্থনি মার্শিয়াল, অ্যালেক্সান্ডার লাকেজেত, আদ্রিয়েন রাবিওট কেউই নেই ২৩ জনের দলে। চোটের জন্য বাদ পড়েছেন দিমিত্রি পায়েটও।
ম্যানচেস্টার ইউনাইটেডে এই মৌসুমে নিয়মিত খেলতে পারেননি মার্শিয়াল। জাতীয় দলেও এবার ব্রাত্য থেকে গেলেন। লাকাজেতে আর্সেনালের হয়ে এই মৌসুমেই নাম লিখিয়েছেন, লিগে ১৪ গোলও করেছেন। তবে দেশমের দলে জায়গা হয়নি তাঁর, যেমন হয়নি পিএজসি মিডফিল্ডার রাবিওটের। পায়েটের অবশ্য দুর্ভাগ্যই, কাল ইউরোপা লিগ ফাইনালে মার্শেইয়ের হয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেটাই শেষ করে দিয়েছে স্বপ্ন। নেই সিটির ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে ও বায়ার্ন উইঙ্গার কিংসলে কোমানও। জায়গা পাননি ২০১৬ থেকে দলের বাইরে থাকা করিম বেনজেমাও।
এদিকে কপাল খুলে গেছে লিঁওর তরুণ ফরোয়ার্ড নাবিল ফেকির ও মার্শেইয়ের ফ্লোরিয়ান থোভানের। বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড উসমান ডেম্বেলেও জায়গা পেয়েছেন দলে, সুযোগ পেয়েছেন সেভিয়া মিডফিল্ডার স্টিভেন এনজনজিও।
গোলরক্ষকঃ হুগো লরিস (টটেনহাম), আলফন্সো আরিওলা (পিএসজি), স্টিভ মান্দান্দা (মার্শেই)
ডিফেন্ডারঃ জিব্রিল সিবিদে (মোনাকো), বেঞ্জামিন পাভার্দ (স্টুটগার্ট), বেঞ্জামিন মেন্ডি (ম্যান সিটি), লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, স্যামুয়েল উমতিতি (বার্সেলোনা), রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ), আদিল রামি (মার্শেই)
মিডফিল্ডারঃ এনগোলো কান্তে (চেলসি), পল পগবা (ম্যান ইউনাইটেড), কোরেন্টিন টলিসো (বায়ার্ন মিউনিখ), ব্লেইস মাতুইদি (জুভেন্টাস) , স্টিভেন এনজঞ্জি (সেভিয়া)
ফরোয়ার্ডঃ আঁতোয়া গ্রিযমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), অলিভিয়ের জিরু (চেলসি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) , নাবিল ফেকির (লিঁও), উসমান ডেম্বেলে (বার্সেলোনা) , থমাস লেমার (মোনাকো), ফ্লোরিয়ান থোভান (মার্শেই)