• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইউরোজয়ী ১০ সদস্যকে বাদ দিয়েই পর্তুগালের চূড়ান্ত দল

    ইউরোজয়ী ১০ সদস্যকে বাদ দিয়েই পর্তুগালের চূড়ান্ত দল    

    বিশ্বকাপের ফাইনালে গোল করা মারিও গোটশে বাদ পড়েছিলেন জার্মানির দল থেকে। ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০১৬ এর ফাইনালে দল জেতানো গোল করেও একই পরিণতি হলো এডারের। পর্তুগালের প্রাথমিক দলে থাকলেও এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের দল থেকে বাদ পড়েছেন তিনি। বাদ পড়েছেন আগের দুই বিশ্বকাপ খেলা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার নানিও।

    পর্তুগালের বিশ্বকাপ দলে অবশ্য চমক আছ আরও। দুই বছর আগে ইউরোজয়ী দলের ১০ সদস্যই বাদ পড়েছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। উলভসের হয়ে এই মৌসুমে ভালো খেলেও লাভ হয়নি রুবেন নেভেসের। বার্সেলোনার দুই পর্তুগিজ ফুবটলার আন্দ্রে গোমেজ আর নেলসন সেমেদোরও জায়গা হয়নি দলে।



    গোলরক্ষকঃ অ্যান্থনি লোপেজ (অলিম্পিক লিঁও), রুই প্যাট্রিসিও (স্পোর্টিং), বেতো ( গোজটেপে)

    ডিফেন্ডারঃ ব্রুনো আলভেজ (রেঞ্জার্স), পেপে (বেসিকতাস), সেড্রিক সোয়ারেস (সাউদাম্পটন), হোসে ফন্ট (দানিয়াল ইফাং) , মারিও রুই (নাপোলি), রাফায়েল গুরেরো (বরুসিয়া ডর্টমুন্ড) , রিকার্ডো পেরেরা (পোর্তো), রুবেন ডিয়াজ (বেনফিকা)

    মিডফিল্ডারঃ আদ্রিয়ান সিলভা (লেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেজ (স্পোর্টিং), হোয়াও মারিও (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), হোয়াও মটিনিয়ো (মোনাকো), ম্যানুয়েল ফার্নান্দেজ (লোকোমটিভ মস্কো) , উইলিয়াম কার্ভালহো (স্পোর্টিং)

    ফরোয়ার্ডঃ ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), আন্দ্রে সিলভা (মিলান), বের্নার্দো সিলভা (ম্যান সিটি), জেলসন মার্টিনস (স্পোর্টিং), গন্সালো গুইদেস (ভ্যালেন্সিয়া), রিকার্ডো কারেসমা (বেসিকতাস)