• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইংল্যান্ড থেকে বাদ পড়া মানতে পারছেন না হার্ট

    ইংল্যান্ড থেকে বাদ পড়া মানতে পারছেন না হার্ট    

    শেষ তিনটি বড় টুর্নামেন্টে তিনিই ছিলেন দলের মূল ভরসা। সেই জো হার্টই এবার জায়গা করে নিতে পারেননি ইংল্যান্ডের ২৩ জনের বিশ্বকাপ স্কোয়াডে। বিশ্বকাপে যেতে না পারা হার্ট বলছেন, তার উপস্থিতি ইংল্যান্ডকে বাড়তি সুবিধাই দিতে পারত।

     

     

    এই মৌসুমটা ভালো যায়নি তার, ধারে ওয়েস্ট হামে খেলতে এসে এক মৌসুমেই হজম করেছেন ৩৯ গোল। কোচ গ্যারেথ সাউথগেট তাই আস্থা রাখেননি হার্টের ওপর। দলে নিয়েছেন তরুণ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, জ্যাক বাটল্যান্ড ও নিক পোপকে।

    হার্ট বলছেন, তার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগত ইংল্যান্ডের, ‘আমি মিথ্যা বলব না, দলে সুযোগ না পেয়ে চরম হতাশ। আমি জানি দলকে আমি কী দিতে পারতাম। কিন্তু যা হয়েছে সেটা তো বদলাবার আর উপায় নেই। গত দুই বছর ধরে চেষ্টায় ছিলাম কীভাবে বিশ্বকাপ খেলা যায়।’

    নিজে বিশ্বকাপে না গেলেও ইংল্যান্ডকে সমর্থন জানাতে কোনো কার্পণ্য করবেন না ৩১ বছর বয়সী হার্ট, ‘দলের সবাই জানে, আমি রাশিয়াতে না থাকলেও তাদের সমর্থন জুগিয়ে যাবো। ইংল্যান্ডের জার্সি পড়ে একজন ভক্ত হিসেবেই তাদের জয় চাইব।’