• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেড সমর্থকেরা বেছে নিলেন রোনালদোকেই

    ইউনাইটেড সমর্থকেরা বেছে নিলেন রোনালদোকেই    

    ওয়াটফোর্ডের সঙ্গে গত সপ্তাহে ওল্ডট্রাফোর্ডের ম্যাচটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগে এক হাজারতম ম্যাচ। মাইলফলক উদযাপন করতে ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমর্থকদের কাছে সেরা খেলোয়াড়, সেরা গোল, সেরা একাদশ- জানতে চাওয়া হয়েছিল। প্রিমিয়ার লিগ যুগে সেরা খেলোয়াড় হিসেবে ইউনাইটেড সমর্থকেরা বেছে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 

    পল স্কোলস, রায়ান গিগসকে ছাপিয়ে সমর্থকদের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রোনালদোই। ২০০৩ সালে ক্লাবে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ- সব শিরোপাই জিতেছেন রেড ডেভিলদের হয়ে। লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল তার। তাই রোনালদোকেই বেছে নিয়েছেন সমর্থকেরা। আর প্রিমিয়ার লিগ যুগে সেরা গোল নির্বাচিত হয়েছে ওয়েইন রুনির ২০১০-১১ মৌসুমে  ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওভারহেড  কিকে করা গোল।