সংখ্যায় সংখ্যায় সিরি আতে বুফন
মাঠ ছাড়ার সময় নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন সতীর্থ ও হাজারো জুভেন্টাস সমর্থককে। দীর্ঘ ১৭ বছরের যাত্রা শেষ হলে চোখ ভিজে আসাটাই যে স্বাভাবিক। জুভেন্টাসের হয়ে কাল শেষবারের মতো গোলপোস্টের সামনে দাঁড়িয়েছিলেন জিয়ানলুইজি বুফন।
১৯৯৫ সালে পারমার হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন। সেখানে ৬ বছর কাটিয়ে ২০০১ সালে আসেন জুভেন্টাসে। কালই হয়ত খেলে ফেলেছেন সিরি আর শেষ ম্যাচ। ২৩ বছরে সিরি আতে করেছেন অনন্য সব কীর্তি।
৯
বুফনের ঝুলিতে আছে ৯টি সিরি আ ট্রফি। তার চেয়ে বেশি সিরি আ আর কেউই জেতেননি।
১০
২০১৫-১৬ মৌসুমে ১০বার ক্লিন শিট রেখেছিলেন বুফন। সিরি আতে এক মৌসুমে এতবার ক্লিন শিটের রেকর্ড নেই কারোরই।
১২
রেকর্ড ১২ বার সিরি আর বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বুফন।
২০
উদিনেসের বিপক্ষে ২০ ম্যাচে ক্লিন শিট রেখেছেন বুফন, ইতালির ক্লাবের মাঝে এটাই সবচেয়ে বেশি।
৩৮
লাজিও, এসি মিলান ও উদিনেসের বিপক্ষে সিরি আতে সবচেয়ে বেশি ৩৮টি করে ম্যাচ খেলেছেন বুফন।
১১৭
চ্যাম্পিয়নস লিগে ১১৭ টি ম্যাচ খেলেছেন বুফন। ইতালিয়ান ফুটবলারদের মধ্যে এটাই সর্বোচ্চ। গোলরক্ষক হিসেবে বুফনের চেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলেছেন শুধু ইকার ক্যাসিয়াসই( ১৬৭ ম্যাচ)
২৪৭
জুভেন্টাসের হয়ে সিরি আতে ২৪৭ ম্যাচ খেলেছেন বুফন। ক্লাবের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন জর্জিও কিয়েলিনি।
২৮৪
সিরি আতে ২৮৪ ম্যাচে গোল খাননি বুফন। প্রথম ক্লিন শিট রেখেছিলেন পারমার হয়ে ১৯৯৫ সালে মিলানের বিপক্ষে, মাত্র ১৭ বছর বয়সে।
৬৪০
সব মিলিয়ে সিরি আতে বুফন মাঠে নেমেছেন ৬৪০ বার। তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে এসি মিলান কিংবদন্তি পাওলো মালদিনির (৬৪৭)
৯৭৪
সিরি আতে জুভেন্টাসের হয়ে টানা ৯৭৪ মিনিট কোনো গোল হজম করেননি বুফন। ইতালিয়ান লিগে এই কীর্তি নেই আর কারোরই।