"রোনালদোর পর্যায়ে যেতে সালাহর আরও ১৫ বছর লাগবে"
লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই করেছেন বাজিমাত। ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছে, জিতেছেন বর্ষসেরার পুরস্কারও। এই মৌসুমে মোহামেদ সালাহর চোখ ধাঁধানো পারফরম্যান্সের সুবাদে তুলনা হচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের সাথেও। তবে লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ বলছেন, রোনালদোর সমতুল্য হতে আরও ১৫ মৌসুম ধারাবাহিক পারফরম্যান্স করতে হবে সালাহকে।
নিজের ক্যারিয়ারে রোনালদো জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা ও তিনটি প্রিমিয়ার লিগ। সালাহ অবশ্য এখনো জেতেননি বড় কোনো ট্রফি। সামনেই অবশ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবেন দুজন।
ক্লপ রোনালদোর সাথে সালাহর তুলনা করতে চাইছেন না, ‘সালাহ দারুণ একটি মৌসুম কাটিয়েছে। কিন্তু রোনালদো এরকম ১৫ মৌসুম পার করেছে নিজের ক্যারিয়ারে! তার তো কতশত গোল আছে। তাই এখনই রোনালদোর সাথে সালাহর তুলনা করতে চাই না। তাদের পর্যায়ে যেতে হলে সালাহকে মৌসুমের পর মৌসুম ধারাবাহিক পারফরম্যান্স দিতে হবে।’
মেসি-রোনালদোর সাথে অন্য কারো তুলনা চলে না বলেই স্বীকার করছেন ক্লপ, ‘আমাদের তুলনা কেনও করতে হবে? পেলের সময়ে তো এমন হয়নি। এখন যেমন রোনালদো ও মেসিই সেরা। তাদের সাথে তুলনায় আসতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে। দুজনের মাঝেই ভাগাভাগি হচ্ছে ব্যলন ডি অর, এটা তারা নিজেদের পারফরম্যান্স দিয়েই জিতেছে। এই দুইজন অবসরে গেলে দারুণ মিস করব।’