• লা লিগা
  • " />

     

    চোখের জলে বার্সার ইনিয়েস্তা যুগের সমাপ্তি

    চোখের জলে বার্সার ইনিয়েস্তা যুগের সমাপ্তি    

    ন্যু ক্যাম্পের গ্যালারিতে লাল-নীল স্ট্রাইপের ওপর  ফুটে উঠেছে "ইনফিনিট ইনিয়েস্তা" লেখা। আরেকপাশে একটা "ইনিফিনিটি" চিহ্ন। মৌসুমের সবকিছু নির্ধারণ হয়ে গেছে আগেই, ন্যু ক্যাম্পের মৌসুমের শেষ ম্যাচটার একটাই অর্থ ছিল। আন্দ্রেস ইনিয়েস্তাকে বিদায় জানানো। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ১-০ গোলে জিতেই ইনিয়েস্তাকে বিদায় জানিয়েছে ন্যু ক্যাম্প।

    বার্সেলোনা আজ খেলতে নেমেছিল আগামী মৌসুমের নতুন জার্সি গায়ে চড়িয়ে। ক্লাব ছাড়ার আগে এই জার্সিটা পরে খেলা হয়ে গেল ইনিয়েস্তারও। ৮১ মিনিটে বদলি হওয়ার সময় শেষবারের মতো লিওনেল মেসির বাহুতে বেঁধে দিয়ে গেছেন অধিনায়কের আর্মব্যান্ডটা। এরপর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছেড়েছেন। ইনিয়েস্তাবিহীন বার্সা যুগের সূচনাটা নিজে হাতেই করে দিয়ে গেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার।

    সোসিয়েদাদের বিপক্ষে আজ প্রথম সুযোগটা তৈরি করেছিলেন ইনিয়েস্তাই। ডিবক্সের বাইরে থেকে শট চালিয়েছিলেন ১০ মিনিটে। তাতে অবশ্য সোসিয়েদাদ গোলরক্ষকের খুব একটা অসুবিধা হয়নি। প্রথমার্ধে পিকে, রাকিটিচরা সুযোগগুলো হাতছাড়া করলে আর এগিয়ে যাওয়া হয়নি বার্সার। অবশেষে ৫৭ মিনিটে ফিলিপ কৌতিনিয়ো ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে বার্সাকে এগিয়ে দেন।

    আজ ম্যাচের শুরুতে বার্সা দলে ছিলেন না মেসি। ৬৮ মিনিটে মাঠে নেমে শেষবারের মতো তিনিও ইনিয়েস্তার সঙ্গে খেলে ফেললেন। মেসি নামার পর ডেনিস সুয়ারেজ দুই মিনিটে দুইবার সহজ দু'টি সুযোগ কাজে লাগাতে পারলে বার্সার জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। ইনিয়েস্তার বিদায়টা আরও রাজসিক হতে গিয়েও শেষ পর্যন্ত হয়নি, ডিবক্সের ভেতর ওয়ান টু করে ঢুকে গিয়েও, শেষ টাচে আর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলের। না হলে গোলটাও পেয়ে যেতেন আজ।

    ইনিয়েস্তা মাঠ ছাড়ার পর সোসিয়েদাদের হয়ে শেষ ম্যাচ খেলতে নামেন জাবি প্রিয়েতোও। ন্যু ক্যাম্প প্রতিপক্ষের খেলোয়াড়কে আজ সম্ভাষণ জানালো।  কিন্তু কষ্টটা আড়াল করতে পারলো না। আড়াল করতে পারেননি ইনিয়েস্তাও। সাইডবেঞ্চে বসে শেষদিকে আর নিজেকে সামলাতে পারেননি। মাঠের দিকেও তাকিয়ে থাকা হয়নি। চোখের জল আড়াল করে বসেই ছিলেন নিজের জায়গায়। শেষ বাঁশি বাজার পর ন্যু ক্যাম্পের ইনফিনিটি লেখাটা বড় হলো আরও।  বার্সেলোনার সঙ্গে ২২ বছরের সম্পর্ক কাগজে কলমে শেষ হলো ইনিয়েস্তা। কিন্তু এসব সম্পর্ক তো কাগজে কলমে সীমাবন্ধ থাকে না। আত্মার বন্ধনকেও হয়ত ছাড়িয়ে যায় কখনও কখনও। ন্যু ক্যাম্পের প্রায় লাখ খানেক মানুষ সেটাই অনুভব করলেন আজ। বার্সেলোনার ওই অনুভূতি আছড়ে পড়লো পুরো ফুটবল দুনিয়াতেও। আর ইনিয়েস্তার না থাকা সবচেয়ে বেশি যাদের অনুভব করার কথা সেই বার্সেলোনা দল ম্যাচ শেষে আবারও মাঠে ঢুকলো। মৌসুম শেষের আনুষ্ঠানিকতা সারতে। সবার গায়ে একই জার্সি, পেছনের নামও এক। নাম্বার এইট, ইনিয়েস্তা।