নাটকের পর চ্যাম্পিয়নস লিগে ইন্টার
সময়ের ব্যবধানটা মাত্র তিন মিনিটের। ৭৮ থেকে ৮১, এই তিন মিনিটেই এলোমেলো হয়ে গেলো সবকিছু, ভেঙে চুরমার হলো লাৎসিওর চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। একদিকে যখন লাৎসিওর স্বপ্নভঙ্গের কান্না, ইন্টার মিলান ডাগআউটে তখন চ্যাম্পিয়নস লিগে খেলার বাধভাঙা উল্লাস। সিরি আর নাটকীয় এক ম্যাচে লাৎসিওকে ৩-২ গোলে হারিয়ে দীর্ঘ ৭ বছর পর চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে ইন্টার।
৩৭ ম্যাচে লাৎসিওর পয়েন্ট ছিল ৭২, ইন্টারের ৬৯। নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই নিশ্চিত হবে চ্যাম্পিয়নস লিগ, এই সমীকরণ মাথায় রেখেই মাঠে নেমেছিল লাৎসিও। শুরুটাও হয়েছিল দারুণভাবে। ৯ মিনিটেই ইভান পেরিসিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইন্টার। ২৯ মিনিটে ডি অ্যাম্ব্রোসিওর ডান পায়ের শট জালে জড়ালে ম্যাচে সমতা ফেরায় ইন্টার। প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে অবশ্য আবারও এগিয়ে যায় লাৎসিও। সেনাদ লুলিচের পাসে বক্সের একটু বাইরে বল পেয়ে গোল করতে ভুল করেননি ফিলিপে অ্যান্ডারসন।
ইন্টার হাল ছাড়েনি। একের পর এক আক্রমণে স্বস্তিতে থাকতে দেয়নি লাৎসিও রক্ষণভাগকে। এরপরেই আসে তিন মিনিটের সেই ঝড়। ৭৮ মিনিটে মাউরো ইকার্দিকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় ইন্টার, পেনাল্টি থেকে সমতা ফেরাতে ভুল করেননি এই আর্জেন্টাইন। পরের মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লুলিচ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লাৎসিও।
ঘড়ির কাটায় তখন ৮১ মিনিট। মার্সেলো ব্রোজোভিচের কর্নারে লাফিয়ে উঠে হেড করলেন মাতিয়াস ভেচিনো। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পুরো ইন্টার ডাগআউট। শেষ ৯ মিনিটে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি লাৎসিও।
৩৮ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ৭২ পয়েন্ট। তবে হেড টু হেডে এগিয়ে থাকায় চতুর্থ স্থান নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগে যাচ্ছে ইন্টারই।