"পিএসজিতে গিয়ে ভুল করেছিলেন নেইমার"
বার্সেলোনায় সময়টা ভালোই কাটছিল। কিন্তু ‘মেসির ছায়া’ থেকে বের হয়ে আসতেই নেইমার পাড়ি জমালেন পিএসজিতে। এক মৌসুম কাটতে না কাটতেই পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছে। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান রিভালদো স্প্যানিশ পত্রিকা স্পোর্টকে বলেছেন, বার্সা ছেড়ে পিএসজিতে এসে অনেক বড় ভুল করেছিলেন নেইমার।
বিশ্বসেরা হওয়ার জন্য বার্সেলোনা ছাড়াটা নেইমারের একেবারেই উচিত হয়নি বলে ধারণা রিভালদোর, ‘পিএসজি ভালো দল, কিন্তু চ্যাম্পিয়নস লিগ জেতার ইতিহাস তাদের নেই। তারা ইউরোপের সবচেয়ে শক্তিশালী ক্লাবও না। ফ্রেঞ্চ লিগও প্রিমিয়ার লিগ, লা লিগা কিংবা বুন্দেসলিগার মতো না। বিশ্বসেরা হওয়ার জন্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস থাকা দলে খেলতে হবে। এজন্যই আমার মনে হয় নেইমার পিএসজিতে গিয়ে ভুল করেছে। তবে আর্থিকভাবে সে ও তার পরিবার বেশ লাভবান হয়েছে।’
নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে নেইমারের চ্যাম্পিয়নস লিগ জয়ের বিকল্প নেই বলেই জানান রিভালদো, ‘সেরা হতে হলে তাকে চ্যাম্পিয়নস লিগ, ব্যালন ডি অর জিততে হবে। পিএসজিতে সে ফ্রেঞ্চ লিগ ও কাপ জিতবে। কিন্তু সত্যি বলতে এগুলো খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট নয়।’