"হ্যাটট্রিক শিরোপা জিতলে ইতিহাসের অন্যতম সেরা দল হবে রিয়াল"
ইতিহাস গড়তে বাকি মাত্র ৯০ মিনিট। কিয়েভের ফাইনালে যদি লিভারপুলকে হারিয়ে দেয় তারা, ১৯৫৮ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ। রামোস বলছেন, হ্যাটট্রিক শিরোপা জিতলে ইতিহাসের অন্যতম সেরা দলের তালিকায় জায়গা করে নেবে রিয়ালের এই দলটি।
৬০ বছর আগে ডি স্টেফানোর রিয়াল হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতে গড়েছিল ইতিহাস। আজও সেই রেকর্ড ছুঁতে পারেনি কোনো ক্লাব। স্টেফানোর উত্তরসূরিদের সামনে হাতছানি দিচ্ছে সেই কীর্তিকে ছোঁয়ার।
রামোস এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না, ‘গত দুইবারের মতো আবারও আমরা ফাইনালে। এবার যদি জিতে যাই, তাহলে এই রিয়াল নতুন যুগের সূচনা করবে। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনেক বড় একটা মুহূর্ত, আমরা কয়েক বছরে অনেকগুলো ফাইনাল খেলেছি। এখানে মনোযোগটা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
শেষ দুইবার ট্রফি উঁচিয়ে ধরেছেন। সেই অনুভূতিটা আসলে কেমন? রামোস জানালেন, অধিনায়ক হিসেবে এই সম্মানটা পেয়ে গর্বিত তিনি, ‘ব্যস্ত সূচির জন্য নিজের পরিবার ও অন্যদের নিয়ে ভাবার একদমই সময় পাইনা। এরকম শিরোপা জয়ের পর আপনার প্রিয় মানুষদের কথা মনে হবে বারবার। কত আত্মত্যাগ দিতে হয়েছে শিরোপা জেতার জন্য, সেটাও মাথায় ঘুরপাক খাবে। মাদ্রিদের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিততে পারাটা আমার কাছে অনেক গর্বের। আত্মত্যাগই আমার সেরাটা বের করে এনেছে।’