• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফ্যাব্রিগাস-মোরাতাকে ছাড়াই বিশ্বকাপের স্পেন দল

    ফ্যাব্রিগাস-মোরাতাকে ছাড়াই বিশ্বকাপের স্পেন দল    

    বিশ্বকাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন স্পেন ম্যানেজার হুলেন লোপেতেগি। দলে জায়গা হয়নি চেলসি স্ট্রাইকার আলভারো মোরাতার। অবশ্য শুধু মোরাতাই নন চেলসির ৪ স্প্যানিশ খেলোয়াড়ের মধ্যে ৩ জনেরই যাওয়া হচ্ছে না বিশ্বকাপে। ইংল্যান্ডের বর্ষসেরা একাদশে ছিলেন, সেই মার্কোস আলোন্সোকেও দলে ডাকেননি স্পেন কোচ। ফ্রান্সেস ফ্যাব্রিগাসও থেকে গেছেন দলের বাইরে, ডাক পেয়েছেন কেবল ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতা।

    মোরাতার অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার রদ্রিগো ও সেল্টা ভিগোর ইয়াগো আসপাস। মাঝমাঠে জায়গা হয়নি বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও রবার্তোরও। 



    গোলরক্ষক
    ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কেপা (অ্যাটলেটিক বিলবাও), পেপে রেইনা (নাপোলি), 

    ডিফেন্ডার
    জর্ডি আলবা (বার্সেলোনা), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), নাচো ফার্নান্দেজ (রিয়াল মাদ্রিদ), নাচো মনরিয়েল (আর্সেনাল), অড্রিয়োজোলা (রিয়াল সোসিয়েদাদ), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)

    মিডফিল্ডার
    ইসকো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিউখ), সার্জিও বুস্কেটস (বার্সেলোনা), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), সল নিগুয়েজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্কো আসানসিও (রিয়াল মাদ্রিদ), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস ভাসকেজ (রিয়াল মাদ্রিদ)

    ফরোয়ার্ড
    ইয়াগো আসপাস (সেল্টা ভিগো), ডিয়েগো কস্তা (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো (ভ্যালেন্সিয়া)

    কোচ
    জোলেন লোপেতেগুই