বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অবসরই নিলেন নাইঙ্গোলান
বেলজিয়ামের বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এএস রোমার মিডফিল্ডার রাদজা নাইঙ্গোলান। রোমাকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে যেতে সহায়তা করলেও বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ তাকে রাখেননি ২৮ জনের প্রাথমিক স্কোয়াডে।
“সে উঁচুমানের একজন ফুটবলার। তবে (তাকে বাদ দেওয়ার) কারণটা ট্যাকটিকাল”, নাইঙ্গোলানকে নিয়ে বলেছেন মার্টিনেজ।
“গত দুই বছরে এই দলটা একটা বিশেষ কায়দায় খেলেছে। অন্য খেলোয়াড়রা এসব ভূমিকা পালন করেছে।”
“আমরা জানি, রাদজা তার ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমাদের স্কোয়াডে তাকে সেই জায়গা দেওয়া সম্ভব নয়।”
মার্টিনেজের মন্তব্যে নাইঙ্গোলান সাড়া দিয়েছেন ইন্সটাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে, “অনিচ্ছা সত্ত্বেও আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে হলো। দেশের প্রতিনিধিত্ব করতে আমি সবসময়ই সবকিছু করেছি।”
মার্টিনেজের স্কোয়াডে আছেন ১৫ জন প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার। জুনের ৪ তারিখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বেলজিয়াম কোচ।
বেলজিয়াম স্কোয়াড
গোলকিপার
কোয়েন কাসতিলস, থিবো কোর্তোয়া, সিমন মিনোলে, মাতজ সেলস
ডিফেন্ডার
টবি অ্যালডারউইয়ারেল্ড, ডেডরিক বোয়াটা, লরেন্ট সিমান,ক্রিশ্চিয়ান কাবাসিল, ভিনসেন্ট কোম্পানি, জর্ডান লুকাকু, থমাস মুনিয়ের, থমাস ভারমালেন, ইয়ান ভেট্রোনহেন
মিডফিল্ডার
ইয়ানিক কারাসকো, কেভিন ডি ব্রুইন, মউসা ডেমবেলে, লিয়ান্ডার ডেন্ডোনকার, মারুয়োন ফেলাইনি, এডেন হ্যাজার্ড, থরগান হ্যাজার্ড, আদনান ইয়ানুজাই, ড্রিস মারটেনস, ইয়োউরি টিয়েলেমানস, অ্যাক্সেল উইটসেল
ফরোয়ার্ড
মিচি বাতসুয়াই, ক্রিশ্চিয়ান বেনটেকে, নাসের চাডলি, রোমেলু লুকাকু