• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'এই রিয়ালে সালাহরও জায়গা হবে না'

    'এই রিয়ালে সালাহরও জায়গা হবে না'    

    সেই ১৯৮১ সালের পর ইউরোপিয়ান ফাইনালে দুই দল আর মুখোমুখি হয়নি। রিয়াল মাদ্রিদের সামনে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। আর লিভারপুলের সামনে সুযোগ ১৩ বছর পর আবার ইউরোপের রাজা হওয়ার। বাজির ধরে রিয়ালই এগিয়ে আছে। তবভে ভিসেন্তে দেল বস্ক রিয়ালকে এতোটাই এগিয়ে রাখছেন, বলেই দিয়েছেন রিয়ালের এই দলে লিভারপুলের কারোরই জায়গা হবে না। এমনকি মো সালাহরও না।

    ’৮১ ফাইনালের ওই স্মৃতি এই দুই দলের কারও মনে থাকার প্রশ্ন নেই। তবে দেল বস্কের তা মনে থাকার কথা। সেবার ফাইনালে রিয়ালের দলে ছিলেন, তাদের হারিয়েই শিরোপা জিতেছিল লিভারপুল। পরে অবশ্য কোচ হয়ে রিয়ালকে ২০০০ ও ২০০২ সালে দুই বার চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন দেল বস্ক।

     

     

     

    দেল বস্ক এবারের রিয়ালকে এতোটাই এগিয়ে রাখছেন, লিভারপুলের কারও জায়গাই দেখছেন না, ‘রিয়াল মাদ্রিদের দারুণ একটা স্কোয়াড আছে। ইউরোপের সেরা ক্লাবআও তারা। শনিবারেই সেটা তাদের দেখাতে হবে। আমি তো বলবএই রিয়ালকে আরও ভালো করতে পারে এরকম কোনো খেলোয়াড়ই নেই লিভারপুলে, এমনকি সালাহও না। ’ দেল বস্ক রিয়ালের সহজ জয় দেখছেন। স্পেনের আরেক সাবেক কোচ হোসে আন্তোনিও কামাচোও বলছেন, রিয়াল ৩-০ গোলে জিতবে।

     

    মার্সেলো অবশ্য শুধু সালাহ নন, ফিরমিনো-মানেকে নিয়েও সতর্ক, ‘সবাই সালাহকে নিয়ে কথা বলছে, ফিরমিনো-মানেও কিন্তু আছে। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বেশ কয়েকজন খেলোয়াড় আছে ওদের। একজনকে নিয়ে ভাবলে আসলে চলবে না।’