এমেরিই আর্সেনালের নতুন কোচ
নতুন ম্যানেজার হিসেবে উনাই এমেরির নাম ঘোষণা করেছে আর্সেনাল। ৪৬ বছর বয়সী স্প্যানিশ ম্যানেজার এর আগের দুই মৌসুমে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইতে। সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রেবল জিতলেও দুই বছরে চ্যাম্পিয়নস লিগে দলকে নিয়ে দ্বিতী রাউন্ডের বেশি যেতে পারেননি। তাই পিএসজিও তার চুক্তির সময়সীমাও বাড়ায়নি আর। তবে ইউরোপা লিগে এমেরির রেকর্ড যে কোনো কোচের জন্যই ঈর্ষনীয়। সেভিয়াকে টানা ৩ বার ইউরোপা লিগ জিতিয়েই পিএসজিতে যোগ দিয়েছিলেন এমেরি। তার নতুন ক্লাব আর্সেনালও নতুন মৌসুমে অংশ নেবে ইউরোপা লিগেই।
আর্সেনালে আর্সেন ওয়েঙ্গারের ২২ বছরের অধ্যায় শেষ হওয়ার পর তার জায়গায় অনেকের নামই শোনা গিয়েছিল। প্যাট্রিক ভিয়েরা, থিয়েরি অঁরি থেকে মিকেল আর্টেটারা সবাই ছিলেন সেই তালিকায়। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার দিকেই ঝুকেছে আর্সেনাল বোর্ড। এমেরিও আর্সেনালের দায়িত্ব নিয়ে মহা খুশি, "আর্সেনাল বিশ্বময় তাদের খেলার ধরনের জন্য জনপ্রিয়। আমি দারুণ উচ্ছ্বসিত এখানে আসতে পেরে। আমি খুবই আনন্দিত যে আর্সেনালের নতুন ইতিহাসের শুরুর দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে।"