• লা লিগা
  • " />

     

    চীন নয়, জাপান গেলেন ইনিয়েস্তা

    চীন নয়, জাপান গেলেন ইনিয়েস্তা    

    আন্দ্রেস ইনিয়েস্তার বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর থেকেই তার সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে ধরা হয়েছিল চীনকে। পড়ে শোনা গেছে জাপানের নাম। শেষেরটাই সত্যি হলো। জাপানই বার্সেলোনার কিংবদন্তী মিডফিল্ডারের নতুন ঠিকানা। জাপানিজ লিগের ক্লাব ভিসেল কোবের হয়েই আগামী মৌসুমে মাঠে নামবেন তিনি। ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে জাপানিজ ক্লাবটির চেয়ারম্যান হিরোশি মিকিতানির সাথে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ইনিয়েস্তা।

    ভিসেল কোবে ছাড়াও বার্সেলোনার মূল স্পন্সর রাকুটেন ইঙ্কেরও মালিক মিকিতানি। ইনিয়েস্তার সঙ্গে আগে থেকেই সখ্যতা ছিল ক্লাবের মালিকের। ইউরোপিয়ান ফুটবলপ্রেমীদের কাছে স্বাভাবিকভাবেই অপরিচিত এই ক্লাব। তবে ভিসেল কোবেতে আরেক বিশ্বচ্যাম্পিয়ন লুকাস পোডোলস্কিকে সতীর্থ হিসেবে পাচ্ছেন ইনিয়েস্তা। গত মৌসুম শেষে গ্যালাতাসারায় ছেড়ে এই ক্লাবে পাড়ি জমিয়েছিলেন 'প্রিন্স পোলডি'। 

     

     

    বার্সেলোনায় কাটানো ১৬ বছরে সাফল্য লুটিয়েছে ইনিয়েস্তার পায়ে। ৬৭৪ ম্যাচে গোল করেছেন ৫৭টি, অ্যাসিস্ট ১১৭টি। আর শিরোপা জিতেছেন মোট ৩২টি। লা লিগা জিতেছেন ৯ বার, ক্লাব ফুটবলের সর্বোচ্চ সম্মান ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছেন ৪ বার। বিদায়বেলাটাও ছিল শিরোপামণ্ডিত। শেষ মৌসুমে জিতেছেন লা লিগা এবং কোপা ডেল রে। গত সপ্তাহে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে প্রাণপ্রিয় ক্যাম্প ন্যুতেই খেলেছেন বার্সার জার্সিতে নিজের শেষ ম্যাচ।