• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "রিয়ালের চ্যাম্পিয়নস লিগ বার্সার ডাবলকে ছাড়িয়ে যাবে"

    "রিয়ালের চ্যাম্পিয়নস লিগ বার্সার ডাবলকে ছাড়িয়ে যাবে"    

    চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এরই মাঝে জিতেছে ‘ডাবল’। রিয়াল মাদ্রিদের সামনে অবশ্য মৌসুমের সবচেয়ে বড় ট্রফিটাই অপেক্ষা করছে। সার্জিও রামোস বলছেন, রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতলে সেটা ছাড়িয়ে যাবে বার্সার লা লিগা ও কোপা ডেল রের জয়কেও।

    হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে আছে দল। ৬০ বছর পর আবারও এই কীর্তির পুনরাবৃত্তি করতে পারলে সেটা অনেক বড় ব্যাপারই হবে বলে মানছেন রামোস, ‘যদি মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জেতে, তাহলে সেটা বার্সেলোনার ডাবলকে কিছুটা হলেও ছাড়িয়ে যাবে। বার্সার মৌসুমটা দারুণ কেটেছে, তারা ওই দুইটা ট্রফি জেতার মতোই খেলেছে। কিন্তু যখন আপনাদের চিরপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন লিগ জিতবে, তখন পুরো ব্যাপারটাই বদলে যায়।’

    কিয়েভের ফাইনালে অভিজ্ঞতার দিক দিয়ে রিয়ালকে অনেকটাই এগিয়ে রাখছেন রামোস, ‘ অনেকেই হয়ত আমাদের ফেভারিট মানছেন। লিভারপুলের অনেকে ফুটবলারই কখনো ফাইনালে খেলেনি, শিরোপাও জেতেনি। তাই এরকম কথা ওঠাটাই স্বাভাবিক। তবে এসব বিষয় আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না।’