"আমি সালাহর চেয়ে আলাদা"
এই মৌসুমে তাঁর দুর্দান্ত ফর্মের সুবাদেই আসছে তুলনাটা। লিভারপুলের মোহামেদ সালাহর নাম উচ্চারিত হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান রোনালদোর সাথে। তবে রোনালদো বলছেন, তিনি সালাহর চেয়ে পুরোপুরি ভিন্ন একজন ফুটবলার, তাদের মাঝে তুলনার কোন প্রশ্নই আসে না।
কিয়েভের ফাইনালে মুখোমুখি দুজন। এখন পর্যন্ত গোলের দিক দিয়ে এগিয়ে আছেন সালাহই। রোনালদোর গোল যেখানে ৪৩, সালাহ বল জালে জড়িয়েছেন ৪৪ বার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে তাই দুজনের তুলনাটা হচ্ছে জোরেশোরেই। ‘বিটি স্পোর্টসকে’ দেওয়া সাক্ষাৎকারে অবশ্য রোনালদো সাফ জানিয়ে দিলেন, তিনি সবার চেয়ে আলাদা, ‘মানুষ আমার সাথে অন্যদের তুলনা করতে চায়। আমি সবার চেয়ে আলাদা। সালাহও অন্যদের চেয়ে আলাদা। আমরা সবাই একে অন্যের চেয়ে আলাদা।’
সালাহর সাথে নিজের খেলার ধরনের পার্থক্যটাও মনে করিয়ে দিলেন রোনালদো, ‘সে বাম পায়ে খেলে, আমি ডান পা দিয়ে। আমি তাঁর চেয়ে একটু হলেও লম্বা। আমি হেডেও অনেক গোল করেছি। তাই দুজনের মাঝে তুলনার কোনো সুযোগই নেই। তাঁর মৌসুমটা দুর্দান্ত কেটেছে এটা অস্বীকার করার উপায় নেই। দেখা যাক ফাইনালে কী হয়।’
এবারের ফাইনাল জিতলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগের মালিক হবে। ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাই অপেক্ষার প্রহর গুনছেন সি আর সেভেন, 'চ্যাম্পিয়নস লিগ খেলা ও জেতা সবসময়ই দারুণ একটা অনুভূতি। যদি পঞ্চমবারের মতো জিতেই যাই, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। এখন সব মনোযোগ ফাইনালের দিকেই।'