• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "মেসির কাজটা ম্যারাডোনার চেয়ে কঠিন"

    "মেসির কাজটা ম্যারাডোনার চেয়ে কঠিন"    

    ৩২ বছর আগে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনার উত্তরসূরি ধরা হয় যে লিওনেল মেসিকে, তার নৈপুণ্যে গতবার তৃতীয় বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারও বাছাইপর্বে মেসির অসাধারণ পারফরম্যান্সে মূল পর্বে পৌঁছেছে আর্জেন্টিনা, দেশটির বিশ্বকাপ স্বপ্নসারথিও তিনিই। সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড ও ম্যারাডোনার সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া বলছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর ব্যাপারে ম্যারাডোনার চেয়ে মেসির কাজটা অনেক কঠিন।

    জাতীয় দলে মেসি সতীর্থদের পর্যাপ্ত সহায়তা পান না বলেই ধারণা ক্যানিজিয়ার, ‘ম্যারাডোনা তার সতীর্থদের থেকে যে সাহায্য পেত মেসি সেটা পায় না। এটাই সত্য। এজন্যই মেসির কাজটা ম্যারাডনার চেয়ে অনেকাংশেই কঠিন।’

    মেসির পাসে রাশিয়া বিশ্বকাপে থাকবেন গঞ্জালো হিগুয়াইন, পাউলো দিবালা, সার্জিও আগুয়েরো ও ডি মারিয়ারা। দলের ফরোয়ার্ড লাইন নিয়ে দারুণ আশাবাদী ক্যানিজিয়া, ‘তাদের নামটাই তো প্রতিপক্ষের রক্ষণকে দুশ্চিন্তার মাঝে ফেলে। প্রতিপক্ষ এটা ভাববে না যে, হিগুয়াইনকে আর্জেন্টিনায় সমালোচিত হতে হয়। তারা ভাববে, সে তো জুভেন্টাসের সেরা গোলদাতা!’

    আক্রমণভাগ নিয়ে আশায় থাকলেও রক্ষণ নিতে খানিকটা দুশ্চিন্তায় আছেন ক্যানিজিয়া, ‘আমার দুর্বল দিক হচ্ছে রক্ষণভাগ। সেখানে জায়গা করে নেওয়ার অনেক সুযোগই রয়ে গেছে। দল এই দুর্বলতা কাটিয়ে উঠবে বলেই আশা করছি।’