শিরোপা উদযাপনে থাকবেন না রোনালদো-সালাহদের পরিবার
শিরোপা জয়ের উল্লাসটা ছুঁয়ে যায় তাদেরও। ফুটবলারদের পাশাপাশি তাই ট্রফি জয়ের উদযাপনে যোগ দেন তাদের পরিবার। কিন্তু এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা উদযাপনে থাকতে পারবেন না রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফুটবলারদের স্ত্রী কিংবা সন্তানরা। ইউয়েফা জানিয়েছে, উদযাপনের সময় মাঠে থাকবেন শুধুই ফুটবলাররা।
যে জিনিসটা সবসময় হয়ে আসছে, এবার সেটার ব্যতিক্রম কেনও? ইউয়েফা এর কারণ হিসেবে মনে করিয়ে দিচ্ছে গতবারের ফাইনালের কথা। কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জেতার পর উল্লাসে মেতেছিল রিয়াল। সেখানে রামোস-রোনালদোর পরিবারের পাশাপাশি ঢুকে পড়েছিলেন আরও অনেকেই। একই সাথে সাংবাদিক, ক্যামেরাম্যানদের ভিড় তো ছিলই।
এই পরিস্থিতি সামলাতে রীতিমত হিমশিম খেতে হয়েছিল নিরাপত্তাকর্মীদের। কিয়েভের ফাইনালে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না ইউয়েফা। তাই ইউয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিনের হাত থেকে ট্রফি নেওয়ার পর বিজয়ী দলের ফুটবলার ও কোচিং স্টাফরাই শুধুমাত্র মাঠে থেকে উদযাপন করবে। তবে নির্দিষ্ট একটা সময় পর ঢুকতে দেওয়া হবে পরিবারকেও।