"রিয়ালের হয়ে খেলাটা দারুণ অভিজ্ঞতা ছিল"
হ্যাটট্রিক শিরোপা জিতেছে দল। দলের সাথে রেকর্ড গড়েছেন নিজেও, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পঞ্চমবারের মতো জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। তবে শিরোপা জয়ের উদযাপনের সময় ক্রিশ্চিয়ানো রোনালদো যা বলেছেন, তাতে কিন্তু কিছুটা চিন্তার মাঝেই পড়ে গেছেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। রোনালদো জানিয়েছেন, ক্লাবে নিজের 'ভবিষ্যৎ' নিয়ে কয়েকদিনের মাঝেই নিজের সিদ্ধান্ত জানাবেন।
আগামী মৌসুমে রিয়ালে থাকবেন কিনা সেটা নিয়ে খানিকটা ধোঁয়াশার সৃষ্টি করেছেন সিআর সেভেন, ‘এখন সময়টা উদযাপনের। আমরা ইতিহাস গড়েছি, এই সময়ে অন্য কিছু বলব না। আগামী কয়েকদিনের মাঝেই ভক্তরা সব প্রশ্নের উত্তর জানতে পারবেন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা ছিল।’
রিয়ালের হয়ে জিতেছেন সবকিছুই। কিন্তু এই মুহূর্তে এখানে থাকার নিশ্চয়তা দিতে পারছেন না রোনালদো, ‘আমি বলছি না যে ক্লাব ছাড়ব। সামনের দিনগুলোতে সেটা দেখা যাবে। অনেকদিন ধরেই এই ব্যাপারগুলো চলে আসছে। অনেক সময়ই পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যাপারটা টাকার সাথে সম্পর্কিত নয়। আমার টাকা আছে, সেটা কোনো সমস্যাই না। আমি রিয়ালে থাকব কিনা সেটার কোনো নিশ্চয়তা এই মুহূর্তে দিতে পারছি না। রিয়ালের চেয়ে ভালো ক্লাব খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু জীবন তো শুধু ইতিহাস গড়া নয়!’
তবে রিয়াল প্রেসিডেন্ট পেরেজ রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, ‘এমন দিনে তাকে এসব নিয়ে প্রশ্ন করা উচিত না। কথা বলার অধিকার সবারই আছে। কারো ব্যক্তিগত মতামত নিয়ে কথা বলতে চাই না। সে এখনো রিয়ালের সাথে চুক্তিবদ্ধও। এখানে সে সুখেই আছে।’