"চ্যাম্পিয়নস লিগের নাম হোক সিআর সেভেন চ্যাম্পিয়নস লিগ"
দলের মতো তার সামনেও হাতছানি দিচ্ছিল ইতিহাস। রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপা জয়ের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছেন রেকর্ড পঞ্চম শিরোপার স্বাদ। ম্যাচ শেষে তাই খানিকটা মজা করেই বলেছেন, ইউয়েফার উচিত চ্যাম্পিয়নস লিগের নাম পাল্টে ‘সিআর সেভেন চ্যাম্পিয়নস লিগ’ রাখা!
ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ৫টি চ্যাম্পিয়নস লিগ জিতে আনন্দে ভাসছেন রোনালদো, ‘আমি পঞ্চমবারের মতো এই টুর্নামেন্ট জিতলাম, সবচেয়ে বেশি গোলদাতাও হয়েছি। চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষের উচিত টুর্নামেন্টের নাম পাল্টে ফেলা। এটাকে ‘সিআর সেভেন চ্যাম্পিয়নস লিগ’ নাম দেওয়া যায়!’
পঞ্চম শিরোপা জয়ের রাতে রোনালদোর নামের পাশে যোগ হয়েছে আরও কিছু রেকর্ড। রোনালদোর সমান চ্যাম্পিয়নস লিগ জিতেছে মাত্র ৩ টি ক্লাব! বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুল, সবারই ট্রফি সংখ্যা ৩। রোনালদোর চেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে মাত্র ২টি ক্লাব। এসি মিলান জিতেছেন ৭ বার, রোনালদোর নিজের ক্লাব রিয়াল জিতেছেন রেকর্ড ১৩ বার।
কালকে মাঠে নামার মধ্য দিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার অভিজ্ঞতা হলো রোনালদোর। এর মাধ্যমে রোনালদো ছুঁয়েছেন এসি মিলানের পাওলো মালদিনির সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার কীর্তিকে। কালকের জয়ে এই টুর্নামেন্টে রোনালদো জিতলেন রেকর্ড ৯৭ ম্যাচ।