• বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ ২০১৫
  • " />

     

    নিজেদের ফাঁদেই জব্দ বাংলাদেশ

    নিজেদের ফাঁদেই জব্দ বাংলাদেশ    

    সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণ আফ্রিকা ১৪৮/৪, ২০ ওভার (ডি ভিলিয়ার্স ৭৯*, রাইলি রুশো ৩১*; সানি ২/১৯, সাকিব ১/২৪); বাংলাদেশ ৯৬/১০, ১৮.৫ ওভার (সাকিব আল হাসান ২৬, লিটন দাস ২২; ডুমিনি ২/১১, ওয়াইস ২/১২)

     

    ফলঃ দক্ষিণ আফ্রিকা ৫২ রানে জয়ী

     

    ম্যাচসেরাঃ ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা)

     

    পরিকল্পনা ছিল প্রোটিয়াদের ঘূর্ণি বলে জব্দ করার। সেই সাথে ডু প্লেসি বাহিনীর বিধ্বংসী ব্যাটিং লাইন আপে বাঁধ দিতেই হয়তো উইকেট ছিল মন্থর। কিন্তু দিনশেষে ধীরগতির উইকেট বুমেরাং হয়ে গেল বাংলাদেশের জন্যই। সময়মতো বল ব্যাটে না আসা আর ব্যাটসম্যানদের ধৈর্যের অভাবের মাশুল দিতে হল বড় ব্যবধানের হার দিয়ে। সিরিজের প্রথম টিটোয়েন্টি আন্তর্জাতিকে সফরককারীদের ছুঁড়ে দেয়া ১৪৯ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৯৬ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস।

     

    টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলতে ইনিংস উদ্বোধনে নেমেছিলেন ডি ভিলিয়ার্স। তবে মন্থর উইকেটের প্রথম শিকার হন তিনিই। ইনিংসের প্রথম ওভারেই আরাফাত সানিকে খেলতে রীতিমতো গলদঘর্ম হচ্ছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। ওভারের শেষ বলে অফ ষ্ট্যাম্পে লেন্থ ডেলিভারিটাও ঠিকভাবে খেলতে পারেন নি। ভিলিয়ার্সের ব্যাটের কানা ছুঁয়ে সেটা কাভার পয়েন্টে দাঁড়ানো মাশরাফির তালুবন্দী হয়। চতুর্থ ওভারে প্রায় একই কায়দায় নাসির ফেরান আরেক ওপেনার ডি কককে, লিটন দাসের ক্যাচ বানিয়ে।

     

     

    ৪ ওভারে ৩১ রানে দু’ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়া প্রোটিয়া দলের ইনিংস মেরামতে অধিনায়ক ডু প্লেসির সঙ্গী হন জেপি ডুমিনি। ইনিংসের দ্বাদশ ওভারে বিপজ্জনক হয়ে ওঠা জুটিটা ৪৬ রানের মাথায় ভেঙে দেন আরাফাত সানি। সীমানা দড়ির সামনে ডুমিনির (১৮) দর্শনীয় ক্যাচটি নেন নাসির।

     

     

    সাকিবের ৪৫তম টিটোয়েন্টি শিকার হয়ে (বাংলাদেশের হয়ে এখন এই সংস্করণের ব্যক্তিগত সর্বোচ্চ) মিলার ফিরে যাওয়ার পর ডু প্লেসি-রুশো জুটিতে নির্ধারিত কুড়ি ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। ডু প্লেসি ৭৯ ও রুশো ৩১ রানে অপরাজিত থাকেন।


    জবাবে ব্যাট করতে নেমে ধৈর্যের অভাব দেখিয়ে প্রথম দু’ ওভারেই ফিরে যান বাংলাদেশের উদ্বোধনী জুটি তামি ইকবাল ও সৌম্য সরকার। এরপর মুশফিক-সাকিবের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল স্বাগতিকরা। কিন্তু দলীয় ৫০ রানের মাথায় মুশফিকুর রহিম (১৭) ডুমিনির বল হাওয়ায় ভাসিয়ে মিলারের তালুবন্দী হন। এর এক ওভার বাদেই পর পর দু’ ওভারে সাব্বির-নাসিররাও ধৈর্যচ্যুতির মাশুল দিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

     

     

    বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসানের দলীয় সর্বোচ্চ ২৬ রানের পর রানের খাতায় কুড়ির কোঠা পেরোতে পেরেছেন কেবল লিটন দাস (২২)। ডুমিনি, ওয়েইস, রাবাদা, অ্যাবট, পারনেল, ফাঙ্গিসোদের সম্মিলিত আক্রমণে ১৮.৫ বলে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

     

     

    ৭৯ রানের অনবদ্য ম্যাচজয়ী ইনিংসটির জন্য ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি।