• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "নিজের এজেন্টের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে"

    "নিজের এজেন্টের সাথে বসে সিদ্ধান্ত নিতে হবে"    

    অনেকটা অনুমেয়ভাবেই ছিলেন না প্রথম একাদশে। বেঞ্চে বসে বিষণ্ণ মুখে দেখেছেন প্রথমার্ধ। বিরতির ১৬ মিনিট পর যখন মাঠে নামলেন, গ্যারেথ বেল হয়ত নিজেও কল্পনা করেননি কী হতে যাচ্ছে। অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে দলকে এগিয়ে দিয়েছেন, শেষের দিকে আরেকটি গোল করে নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপা। তবে ফাইনালের নায়ক বেল ম্যাচ শেষে জানিয়েছেন, আগামী মৌসুমেই হয়ত রিয়াল ছাড়তে পারেন!

     

     

    জিনেদিন জিদানের রিয়ালে এই মৌসুমে খুব বেশিবার প্রথম একাদশে সুযোগ পাননি। ফাইনালেও ৬১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আরও বেশি ম্যাচ খেলতে চান বেল, ‘একাদশে না থাকতে পেরে অবশ্যই অনেক হতাশ ছিলাম। আমি একাদশে থাকার যোগ্য, কিন্তু এটা কোচের সিদ্ধান্ত। আমি প্রতি সপ্তাহে প্রতি ম্যাচেই খেলতে চাই। এই মৌসুমে সেটা একদমই হয়নি। এখন নিজের এজেন্টের সাথে বসে সিদ্ধান্তটা নিতেই হবে।’

    তার সাইবাইকেল কিকে মুগ্ধ সবাই। বেল নিজেও স্বীকার করছেন, এটা তার জীবনের সেরা গোল, ‘মনে হয় এটাই আমার সেরা গোল। এরকম ফাইনালে এই গোল স্বপ্নের মতো। সবসময়ই ইচ্ছা ছিল এরকম একটা গোল করার। মার্সেলো যখন বলটা দিল, তখন মনে হয়েছিল, দেই না একটা লাফ! এরপর হয়ে গেলো গোলটা। দ্বিতীয় গোলে গোলরক্ষকের জন্য কিছুটা খারাপ লাগছে। তবে গোল তো গোলই।’