"পিএসজিতে নেইমারই নেতা"
রেকর্ড ট্রান্সফার ফিতে এসেছিলেন পিএসজিতে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে দলে তার প্রভাবটাও ছিল চোখে পড়ার মতো। সদ্যই সাবেক হওয়া পিএসজি কোচ উনাই এমেরি স্বীকার করলেন, তিনি নন, নেইমারই ছিলেন কার্যত দলের ‘প্রধান’!
নেইমারের কারণে কোচ হয়েও দলের বড় সিদ্ধান্ত নিতে পারতেন না, ফ্রান্স ফুটবল নিউজকে জানালেন এমেরি, ‘আমি যখন মূল দায়িত্বে থাকি তখন সেটা জানি, যখন থাকি না তখনও বুঝতে পারি। কোচদের এসব পরিস্থিতিতে পড়তে হয়। পিএসজির নেতৃত্বে ছিল নেইমার, এখনো সেটাই হচ্ছে। সে পিএসজিতে এসেছিল নেতৃত্ব দিতে। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলাই নেতা, কিন্তু পিএসজিতে নেইমার।’
এডিসন কাভানির সাথে পেনাল্টি নিয়ে সেই দ্বন্দ্বই প্রকাশ করেছিল দলের ভেতরের টানাপোড়ন। এমেরি স্বীকার করছেন, নেইমার আসার পর বদলে গিয়েছিল ড্রেসিংরুমের পরিস্থিতি, ‘দলের একজন এসে আমাকে বলেছিল, ‘এই বছর তো আপনি পুরোই বদলে গেছেন!’ আসলেই তাই হয়েছিল। নেইমার আসার পর আমি আগের মতো থাকতে পারিনি। তার সাথে মানিয়ে নিতে সময় লেগেছে। মেসি, রোনালদো, নেইমারদের মতো ফুটবলারদের কোচ হওয়া সহজ কাজ নয়। তাদের ধাঁচে নিজেকে ফেলতেই হবে। এদিক দিয়ে গার্দিওলা ভাগ্যবান, তার দলে এরকম বড় তারকা নেই।’