• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "ক্যারিয়াসের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে!"

    "ক্যারিয়াসের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে!"    

    শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়লেন। লিভারপুল সমর্থকদের সামনে গিয়ে বারবার হাতজোড় করে ক্ষমাও চাচ্ছিলেন। লরিস ক্যারিয়াসকে হয়ত ‘ক্ষমা’ করে দিয়েছেন সমর্থকরা, সেটা তাদের করতালি দেখেই আঁচ করা যাচ্ছিল। কিন্তু সাবেক জার্মান গোলরক্ষক অলিভার কান বলছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো ম্যাচে এমন ভুল ক্যারিয়াসের ক্যারিয়ারই শেষ করে দিতে পারে।

     

     

    তার ভুলেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ডিফেন্ডারকে বল দিতে গেলে সেটায় পা লাগিয়ে গোল করেন করিম বেনজেমা। ক্যারিয়াসের দ্বিতীয় ভুলটা অবশ্য একটু বেশিই চোখে পড়ার মতো। গ্যারেথ বেলের সেই শট যে কীভাবে তার হাত ফসকে জালে জোরালো, সে নিয়ে কম গবেষণা হয়নি!

    ফাইনালে এরকম ভুলের পর ক্যারিয়াসের কারিয়ার নিয়েই শঙ্কিত কান, ‘আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম সবকিছু দেখে। ফাইনালের মতো ম্যাচে গোলরক্ষকের এমন ভুল শেষ কবে দেখেছি মনে পড়ছে না। এরকম একটা রাত অনায়াসেই আপনার ক্যারিয়ারও শেষ করে দিতে পারে!’