বিশ্বকাপ স্বপ্ন বেঁচে রইল কারভাহালের
ইনজুরির কারণে যখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন, সবাই ধরেই নিয়েছিলেন যে বিশ্বকাপ খেলতে পারবেন না। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোট পাওয়া রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহালের বিশ্বকাপ স্বপ্ন অবশ্য এখনই শেষ হয়ে যায়নি। ইনজুরিতে থাকলেও স্পেন স্কোয়াডের সাথে থাকছেন তিনি।
ফাইনালের ৩৭ মিনিটে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার কান্নায় ধারণা করা হয়েছিল, ইনজুরিটা খুব বেশি গুরুতর। তবে পরীক্ষার পর জানা গেছে, কারভাহালের আঘাতটা খুব একটা গুরুতর নয়, এখনো বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে তার।
ডাক্তাররা আরও জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মাঝে পুরোপুরি সেরে না উঠলেও অনেকটাই ফিট হয়ে উঠবেন। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে অবশ্য আরও কিছু সময় লাগবে কারভাহালের। যদি বিশ্বকাপ খেলেনও, তাও প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বিশ্বকাপ খেলার আশা যে বেঁচে রইলো, এতে যারপরনাই খুশি কারভাহাল, ‘আমি নিজের সেরাটা দিয়ে ফিট হওয়ার চেষ্টা করব। ইনজুরিটা যতটা ভয়াবহ ভেবেছিলাম ততটা না, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। পরীক্ষা করার পর ডাক্তার বলেছেন এটা বড় কোনো আঘাত নয়। আমি জাতীয় দলের জার্সি গায়ে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাব।’