• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "ঝুঁকি নিয়েই নয়্যারকে বিশ্বকাপে খেলাতে হবে জার্মানির"

    "ঝুঁকি নিয়েই নয়্যারকে বিশ্বকাপে খেলাতে হবে জার্মানির"    

    গতবার জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনিই। জার্মানির ‘পেন্টা’ জয়ের মিশনে এবারো বড় ভূমিকা পালন করবেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, আশা ছিল এমনটাই। তবে স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে তার মাঠে নামা নিয়েই শঙ্কা জেগেছে। সাবেক জার্মান অধিনায়ক মাইকেল বালাক বলছেন, পুরোপুরি সুস্থ না হওয়া নয়্যারকে খেলানো অনেক বড় ঝুঁকি হবে জার্মানির জন্য।

    গত বছরের এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পেয়েছিলেন। এই চোটের রেশ ধরেই সেপ্টেম্বরে পায়ের পাতা ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারও করতে হয়েছিল নয়্যারকে। মৌসুমের শেষভাগে বায়ার্ন মিউনিখের সাথে যোগ দিলেও কোনো ম্যাচে মাঠে নামেননি। তবে বিশ্বকাপের জন্য ঘোষিত জোয়াকিম লোর জার্মান স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছিলেন।

    ৪ জুন ঘোষিত ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডেও নয়্যার থাকবেন বলে বিশ্বাস বালাকের, ‘পরিস্থিতি একটু স্পর্শকাতর। নয়্যার বিশ্বের সেরা গোলকিপার, এজন্যই এমনটা হচ্ছে। তার জায়গায় অন্য কেউ এমন ইনজুরিতে থাকলে তাকে দলে নেওয়ার প্রশ্নই উঠত না। কিন্তু কোচ ও কোচিং স্টাফ সবকিছুর পড়েও তাকে স্কোয়াডে রাখতে চায়।’

    দলে আছেন টের স্টেগানের মতো গোলকিপারও। স্টেগানকে বসিয়ে প্রায় ৯ মাস মাঠে বাইরে থাকা নয়্যারকে খেলানোর কতটা বুদ্ধিমানের কাজ হবে, সেটা নিয়ে সন্দিহান বালাক, ‘বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। নয়্যার বলছে তার ব্যথা নেই। বহুদিন ধরে প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ব্যাপারটা তার জন্য কঠিন। তবুও সবাই তার ওপর বিশ্বাস রাখে। কিন্তু কোনো ম্যাচ না খেলা একজনকে বিশ্বকাপে নামিয়ে দেওয়া বড় ঝুঁকিই বটে।’