• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালের জাদুঘরে চ্যাম্পিয়নস লিগ ট্রফি রাখার জায়গা নেই!

    রিয়ালের জাদুঘরে চ্যাম্পিয়নস লিগ ট্রফি রাখার জায়গা নেই!    

    জাদুঘর ভর্তি ট্রফি আর ট্রফি। কিয়েভের ফাইনাল জিতে রিয়াল মাদ্রিদের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। কিন্তু শিরোপা জিতেও অদ্ভুত এক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রিয়াল কর্তৃপক্ষকে। তাদের জাদুঘরের শোকেসে যে ১৩ নম্বর চ্যাম্পিয়নস লিগ ট্রফি রাখার জায়গাই নেই!  

    রেকর্ড ১৩ তম শিরোপা জয়ের পর দর্শকদের পুরনো সব ট্রফির সাথে নতুন ট্রফিটাও প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। আগের ১২ টি ট্রফি এখন একসাথে রাখা আছে। কিন্তু বিপত্তি বেঁধেছে নতুন ট্রফিটা নিয়েই। ট্রফি রাখার যে নির্দিষ্ট জায়গা, সেখানে ১৩ নম্বর ট্রফি কিছুতেই আঁটছে না।

    তাহলে কি নতুন ট্রফি কাছ থেকে দেখতে পারবেন না দর্শক? নাহ, তেমনটা কিন্তু হচ্ছে না। আলাদা শোকেসেই প্রদর্শন করা হবে ১৩ নম্বর ট্রফি। অন্যদিকে খুব দ্রুতই ১২টি ট্রফি রাখা সেই শোকেসের আকার বড় করারও কাজ শুরু হবে। মাদ্রিদ যেভাবে চ্যাম্পিয়নস লিগ জিতেই চলেছে, ট্রফি রাখার জায়গার সংকট তো প্রতি বছরই দেখা দেবে!