• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "ফ্রান্সের সাথে লড়াইটা হবে সমানে সমান"

    "ফ্রান্সের সাথে লড়াইটা হবে সমানে সমান"    

    শক্তিমত্তা কিংবা ইতিহাস, কোনোদিক দিয়েই ফ্রান্সের ধারেকাছে নেই তারা। কিন্তু তাই বলে কি জয়ের আশা ছেড়ে দেওয়া যায়? অস্ট্রেলিয়ান মিডফিল্ডার অ্যারন মুই বলছেন, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের সাথে সমানে সমান লড়াই করবে সকারুজরা।

    ফ্রান্সের সাথে এই পর্যন্ত ৪ বারের দেখায় ২টিতে হেরেছে অস্ট্রেলিয়া, জয় একটিতে, অন্য ম্যাচটি হয়েছে ড্র। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ফ্রান্সের সামনে অস্ট্রেলিয়া কতটুক দাঁড়াতে পারবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে মুই সেই ম্যাচ থেকে ইতিবাচক ফল বের করে আনতে বদ্ধ পরিকর, ‘বিশ্বকাপে তারা যেমন লড়াই করে এসেছে, আমরাও এসেছি। আমরাও এখানে খেলার যোগ্য। আমাদের হারাতে হলে তাদের যথেষ্ট বেগ পেতে হবে। আমাদের ম্যানেজার, ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েই কিছু একটা ফল বের করে আনার চেষ্টায় থাকবে।’

    ফ্রান্স ছাড়া গ্রুপ সিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদী মুই, ‘দ্বিতীয় রাউন্ডে যাওয়া সবসময়ই কঠিন। তবে আমরা সবাই বিশ্বাস করি নতুন কোচিং স্টাফের অধীনে আমরা এবার পরের রাউন্ডে যাবো। বিশ্বকাপে খেলার সুযোগ সবাই পায় না, এটাকে কাজে লাগাতে হবে।’

    ১৬ জুন কাজানে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।