• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "অঘটনের স্বপ্ন দেখছে না পানামা"

    "অঘটনের স্বপ্ন দেখছে না পানামা"    

    প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। বাছাইপর্বে চমক দেখানো পানামা মূল পর্বেও এমন কিছু করে দেখাবে, স্বপ্ন দেখছে দেশটির ফুটবল অনুরাগীরা। তবে পানামা মিডফিল্ডার অ্যানিবাল গোডয় বলছেন, সমর্থকরা চাইলেও রাশিয়া বিশ্বকাপে কোনো অঘটনের স্বপ্ন দেখাতে পারছেন না তিনি।

    বাছাইপর্বে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে খেলছে পানামা। ‘জি’ গ্রুপে পানামার প্রতিপক্ষ ইংল্যান্ড, বেলজিয়াম ও তিউনিসিয়া। গোডয় মনে করেন, অঘটন তৈরি নয়, র‍্যাংকিংয়ের ৫৫ নম্বরে থাকা পানামার মূল লক্ষ্য হবে এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের শিক্ষা গ্রহণ, ‘সমর্থকরা স্বপ্ন দেখতেই পারে, এটাই তো তাদের কাজ। কিন্তু আমার মনে হয় তারা আমাদের বাস্তবতাটা বুঝতে পারছে না। আমরা বড় দলের মুখোমুখি হব, তাদের বড় লিগ আছে। আমরা তাদের স্বপ্ন পূরণ তো করতে চাই, কিন্তু চাইলে তো আর হয় না! আমরা এই টুর্নামেন্টে বিশ্বকে জানিয়ে দিতে চাই, পানামা বিশ্ব ফুটবলে থাকতেই এসেছে।’

    রাশিয়া বিশ্বকাপের মাধ্যমেই বিশ্বকাপে অভিষেক হবে পানামার। মাঠে নামার জন্য তর সইছে না গোডয়ের, ‘সব ফুটবলারেরই এই স্বপ্ন থাকে। সতীর্থদের সাথে দাঁড়িয়ে এই মঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়ার অপেক্ষায় আছি। আসলে ওই মুহূর্তে অনুভূতিটা কেমন হবে, নিজেও জানি না!’

    ১৮ জুন সোচিতে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে পানামা।