• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মেসির হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে জিতল আর্জেন্টিনা

    মেসির হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে জিতল আর্জেন্টিনা    

    কাগজে কলমে দুই দলের পার্থক্যটা আকাশ পাতাল। হাইতির সাথে জয় পাওয়া নিয়ে হয়ত খুব বেশি চিন্তায় ছিলেন না কোচ হোর্হে সাম্পাওলি, লক্ষ্য ছিল নিজেদের ঝালাই করে নেওয়া। ফলাফল ছাপিয়ে সবার নজর ছিল একজনের দিকেই। আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নসারথি লিওনেল মেসি কেমন খেলেন, সেটা দেখতেই কানায় কানায় পূর্ণ মাঠ। বুয়েনস আইরেসের এস্টাডিও আলবেরতোর হাজারো দর্শককে একেবারেই হতাশ করেনি মেসি। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

     

    অথচ বিশ্বকাপের আগে ইনজুরি এড়াতে এই ম্যাচে মেসি খেলবেন না, এমন খবরই ভেসে বেড়াচ্ছিল আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। শেষ পর্যন্ত মাঠে নেমেছেন। মেসি, ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইনদের মুহুর্মুহু আক্রমণে ম্যাচের শুরু থেকেই হাইতি রক্ষণভাগকে লেগেছে অসহায়। ১৫ মিনিট পর্যন্ত মেসিদের গোলবঞ্চিত করলেও ১৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারতেন হিগুয়াইন, ডি মারিয়ারা। কিন্তু তাদের দুজনের শটই বারপোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়।

    দ্বিতীয়ার্ধের শুরুটা কিছুটা ধীর তালে শুরু করলেও দ্বিতীয় গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি সাম্পাওলির দলকে। জিওভানি লো সেলসোর হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর সেটা যায় মেসির পায়ে, ছয় গজ দূর থেকে বল জালে জড়াতে ভুল করেননি। ৮ মিনিট পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি, ক্রিশ্চিয়ান প্যাভনের বাড়ানো বলে জাতীয় দলের জার্সি গায়ে নিজের ৬৪ তম গোলের দেখা পান।

    নিজে হ্যাটট্রিক করেই থামেননি। তিন মিনিট পর করিয়েছেন গোলও। বক্সের বাইরে থেকে দেওয়া তার দারুণ এক পাস আয়ত্তে এনে গোল করেন সার্জিও আগুয়েরো।

    এই ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষকের দায়িত্বে ছিলেন উলি ক্যাবায়েরো। বিশ্বকাপে ইনজুরিতে ছিটকে পড়া রোমেরোর জায়গাটা নিতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। ম্যাচে একটি মাইলফলক ছুঁয়েছেন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো, ১৪৩ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হাভিয়ের জানেত্তিকে ছুঁয়ে ফেললেন তিনি।