"রাশিয়াতে দুর্দান্ত ফুটবল খেলবে ব্রাজিল"
২০১৬ কোপা আমেরিকার হতাশার পর দুঙ্গার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিতে। তিতের অধীনে এরপর যেন নতুন প্রাণসঞ্চার হয় ব্রাজিল দলে। বাছাইপর্বের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সবার আগে বিশ্বকাপে পৌঁছায় সেলেসাওরা। দলের অধিনায়ক থিয়াগো সিলভা বলছেন, বিশ্বকাপ জয়ের নিশ্চয়তা দিতে না পারলেও ব্রাজিলের দুর্দান্ত ফুটবল খেলার ব্যাপার আশাবাদী তিনি।
পুরনো দিনের সেই ‘জোগো বনিতোকে’ আবারও ফিরিয়ে আনার কথা জানালেন সিলভা, ‘ প্রথমে দুঙ্গা, পরে তিতে, কয়েক বছর ধরেই দলটা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। গত দুই বছরে দারুণ উন্নতি হয়েছে সবকিছুর। আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ব্রাজিল, আরেকবার ইতিহাস গড়ার সুযোগ আমাদের সামনে। আমরা শিরোপার নিশ্চয়তা তো দিতে পারি না, কিন্তু এই ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলবে সেই ব্যাপারে আমি নিশ্চিত। প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপের সব ম্যাচেও এটা দেখতে পারবেন।’
নেইমার, ফিলিপ কুতিনিয়ো, গ্যব্রিয়েল হেসুসরা আছেন দুর্দান্ত ফর্মে। তবে বিশ্বকাপজয়ী অন্য ব্রাজিল দলকে ছুঁতে আরও অনেক সময় লাগবে এই দলের, স্বীকার করছেন সিলভা, ‘প্রত্যেক প্রজন্মেরই আলাদা ইতিহাস আছে, আলাদা সাফল্য আছে। আমরাও নতুন একটা প্রজন্ম, অতীতের কারও সাথে আসলে তুলনা করতে চাই না। তারা যে পর্যায়ে নিজেদের নিয়ে গেছেন সেটা ছোঁয়া সহজ কাজ না। আমরা নিজেদের লক্ষ্যটা স্থির রেখে আগাচ্ছি। বিশ্বকাপের জন্য সবটুকু উজাড় করেই প্রস্তুতি নিচ্ছি।’
১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।