প্রতিশোধ নিল ছোটরা
ঢাকায় হারলেও ডারবানে জিতেছে বাংলাদেশ। অন্যভাবে বলা যায়, বড়রা হারলেও মুখ রক্ষা করেছে ছোটরা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে সাত ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুভসূচনা করেছে সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এই বছর এপ্রিল মাসেই বাংলাদেশে এসে ৬-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে দক্ষিণ আফ্রিকার যুব দল। আজ ডারবানে ম্যাচটাও হয়েছে একপেশেই। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন বোলাররা, নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পেরেছে মাত্র ১৮৪। মুল্ডার করেছেন সর্বোচ্চ ৬২। ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আবদুল হালিম, অধিনায়ক মিরাজ নিয়েছেন দুই উইকেট।
রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছে। জয়রাজ শেখ ও পিনাক ঘোষ প্রথম উইকেটেই করেছেন ১৩৫। জয়য়াজ করেছেন ৫০, পিনাক ৬০। পরে আর কোনো উইকেট না হারিয়েই ৪৪.৪ ওভারে দলকে জিতিয়েছেন নাজমুল (২৩*) ও মিরাজ (১৫*)।