• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    প্রথম ম্যাচেই সালাহকে চান সুয়ারেজ

    প্রথম ম্যাচেই সালাহকে চান সুয়ারেজ    

    মোহামেদ সালাহর দলের বিপক্ষেই শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়ায় অবশ্য উরুগুয়ের বিপক্ষে মাঠে নামা নিয়েই শঙ্কায় আছেন সালাহ। উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ আশা করছেন, পুরোপুরি সুস্থ হয়ে প্রথম ম্যাচেই তাদের বিপক্ষে খেলতে নামবেন সালাহ।

     

     

    ১৫ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা মিশরের চেয়ে যে উরুগুয়ে ভালো দল, সেটা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্যই সালাহর মাঠে নামা দেখতে চান সুয়ারেজ, ‘কেউ ইনজুরিতে পড়লে সেটা দেখতে একদমই ভালো লাগে না। বিশ্বকাপের ঠিক আগে হলে তো আরও না। সালাহ কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। আমি চাই সে প্রথম ম্যাচের আগেই ফিরুক। উরুগুয়ে যে ভালো দল, সেটা প্রমাণের জন্য বিশ্বকাপে সেরাদের বিপক্ষে খেলতে হবে।’

    ২০১৪ বিশ্বকাপের আগে সালাহর মতো অবস্থায় পড়েছিলেন সুয়ারেজ নিজেই। শেষ মুহূর্তে সুস্থ হয়ে ফিরে ইতালি, ইংল্যান্ডের গ্রুপ পড়েও দলকে নিয়ে গিয়েছিলেন শেষ ১৬ তে। বিশ্বকাপের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে সেই কামনাই করছেন সুয়ারেজ, ‘চার বছর আগে আমিও ঠিক একই অবস্থায় ছিলাম। তাই চাইনা কেউ এমন মুহ্রুতে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ মিস করুক। সালাহ দ্রুত ফিরে আসুক ও বিশ্বকাপ উপভোগ করুক, এটাই চাই।’

    এদিকে বিশ্বকাপে খেলতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে প্রতিনিয়তই শোনা যাচ্ছে নতুন খবর। সালাহ নিজেই তার ফেসবুক আইডিতে বলেছেন, বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট তিনি। তবে লিভারপুল ফিজিও রুবেন পনস জানিয়েছেন, সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে সালাহর, ‘তার পুরো মনোযোগ এখন ফিটনেস নিয়ে। তার যে অবস্থা, সেটায় তিন থেকে চার সপ্তাহ লাগবে সুস্থ হতে। তবে এই সময়টা আরও এগিয়ে আনা যায় কিনা সেটার চেষ্টাই করা হচ্ছে।’