• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ঠোকাঠুকি হয়ে গেল জার্মানির অনুশীলনে!

    ঠোকাঠুকি হয়ে গেল জার্মানির অনুশীলনে!    

    বিশ্বকাপের অনুশীলন মাত্র শুরু হয়েছে। দল হয়েছে ২৭ জনের, তবে সেখান থেকে ৪ জুনের আগে আরও চার জনকে বাদ দিয়ে দেবেন জার্মানি কোচ জোয়াকিম লো। অনুশীলনে সবাই বেশ সিরিয়াস, আর সেটা থেকেই হয়ে গেল একটা ঝামেলা। আরেকতু হলে প্রায় হাতাহাতিই হয়ে গিয়েছিল জার্মানির জশুয়া কিমিখ ও অ্যান্টোনিও রুডিগারের।

    এই মুহূর্তে বিশ্বকাপের জন্য ইতালির ইপ্পানে অনুশীলন করছে জার্মানি। সেখানেই একটা বলের দখল নিতে গিয়ে কড়া একটা ট্যাকল করে বসেছিলেন চেলসির রুডিগার। কিন্তু বায়ার্ন ডিফেন্ডার কিমিখের ব্যাপারটা পছন্দ হয়নি, রুডিগারের নাকে নাক ঠেকিয়ে প্রায় যুদ্ধংদেহীই হয়ে পড়েছিলেন। সহকারী কোচ মিরোস্লাভ কোজা অবশ্য সেখানেই ছিলেন, তাঁর হস্তক্ষেপেই নিরস্ত হয়েছেন দুজন।

     

     

    তবে জার্মান শিবিরে একটু হলেও উঁকি দিয়েছিল চোট। অনুশীলনের সময় কারও একজনে কনুইতে লেগে মুখে বেশ ব্যথা পেয়েছেন পিএসজি উইঙ্গার জুলিয়েন ড্রাক্সলার। যদিও শেষ পর্যন্ত সেরে উঠেছেন, বড় কোনো ক্ষতি হয়নি।

    বিশ্বকাপের আগে এই সপ্তাহের মধ্যেই অস্ট্রিয়ার সাথে একটা প্রীতি ম্যাচ খেলবে। সামনের মাসে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলবে সৌদি আরবের সাথে, এরপর ক্যাম্প শুরু করবে রাশিয়ায়। ১৭ জুন তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকো।