• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ম্যাচ পাতানোর অভিযোগে বিশ্বকাপে নিষিদ্ধ সৌদি রেফারি

    ম্যাচ পাতানোর অভিযোগে বিশ্বকাপে নিষিদ্ধ সৌদি রেফারি    

    সৌদি আরব ফুটবল ফেডারেশন তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল এই মাসের ১৬ তারিখেই। ঘরোয়া লিগের ম্যাচ পাতানোর অভিযোগে এবার বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করতে পারবেন না রেফারি ফাহাদ আল মিরদাসি।

    ৩২ বছর বয়সী মিরদাসির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঘরোয়া লিগের কিংস কাপের ফাইনালে আল ইতিহাদ ও আল ফয়সালির মধ্যকার ম্যাচটি পাতানোর চেষ্টা করেছিলেন। আল ইতিহাদের কর্মকর্তাদের সাথে তার ম্যাচের আগে যোগাযোগ হয়েছিল। পরবর্তীতে সৌদি আরব ফুটবল অ্যাসোসিয়েশনের তদন্তের সময় এই অভিযোগ স্বীকারও করেছিলেন।

    দেশে নিষিদ্ধ হওয়ার ফলে রাশিয়া বিশ্বকাপেও আর যাওয়া হচ্ছে না মিরদাসির। একই সাথে বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন কিংস কাপের ফাইনালের দায়িত্ব পালন করা তার দুই সহকারী রেফারি মোহাম্মদ আল আবাকারি ও আবদুলাহ আল শালওয়াই।

    ২০১১ সাল থেকে ফিফার অফিশিয়াল রেফারির দায়িত্ব পালন করা মিরদাসি ২০১৭ সালে রাশিয়ায় অনুষ্ঠিত কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দায়িত্বে ছিলেন। তার বদলি হিসেবে রাশিয়া বিশ্বকাপে অন্য কাউকে ডাকেনি ফিফা। তবে সহকারী রেফারি হিসেবে আরব আমিরাতের হাসান আল মাহরি ও জাপানের হিরোশি ইয়ামাউচিকে বিশ্বকাপের ম্যাচের দায়িত্ব দেওয়া হবে। তারা ম্যাচ পরিচালনায় সাহায্য করবেন যথাক্রমে আরব আমিরাতের মোহামেদ আবদুল্লাহ ও জাপানের রুজি সাতোর সাথে।