গ্রুপ পর্বেই ফিরছেন সালাহ?
লিভারপুল চিকিৎসক গত পরশুই আভাস দিয়েছিলেন। এবার মিশরিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহামেদ সালাহর সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ লাগবে। ফলে শেষের দিকে হলেও গ্রুপ পর্বের ম্যাচে তাকে মিশরের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে বিশ্বকাপের আগে সুস্থ হবেন কিনা, সে নিয়েই ছিল শঙ্কা। দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন, এমনটা নিজেই জানিয়েছিলেন সালাহ। দেশটির ফুটবল ফেডারেশনও আশার বাণী শুনিয়েছিল।
পুনর্বাসনের জন্য বর্তমানে স্পেনে আছেন সালাহ। সেখানে তার সাথে দেখা করতে গিয়েছিলেন মিশরিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হানি আবু রেদা, কোচ হেক্টর কুপার ও ডাক্তার মোহামেদ আবু এলা। সালাহর সর্বশেষ অবস্থা দেখে মিশরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হবে না তাকে, ‘সে বিশ্বকাপের আগেই সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। ডাক্তার জানিয়েছে, তিন সপ্তাহের বেশি তাকে মাঠের বাইরে থাকতে হবে না। এই সময়টা আমরা এগিয়ে আনার চেষ্টা করছি।’
১৫ জুন উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু হবে মিশরের। চারদিন পর রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। যদি তিন সপ্তাহ মাঠে বাইরে থাকতে হয় সালাহকে, তাহলে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে দেখা যেতে পারে সালাহকে।