"২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাবে স্পেন"
গত বিশ্বকাপের কয়েকদিন আগেই অভিষেক হয়েছিল। ব্রাজিলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়াটা মাঠের বাইরে থেকেই দেখতে হয়েছে। রাশিয়া বিশ্বকাপে অবশ্য ডেভিড ডি গিয়া দলের অন্যতম ভরসা হয়েই খেলতে যাচ্ছেন। তার বিশ্বাস, গতবারের হতাশা ভুলে ২০১০ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারবে স্পেন।
এবারের বাছাইপর্বটা দারুণ কেটেছে ডি গিয়াদের। গ্রুপ জির ১০ ম্যাচের একটিতেও হারের মুখ দেখতে হয়নি। ৯ টিতেই জিতেছে দল, ড্র একটিতে। ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে যখন ৩৬ বার বল জড়িয়েছেন স্পেন ফরোয়ার্ডরা, ডি গিয়া এই সময় গোল হজম করেছেন মাত্র ৩ টি!
বাছাইপর্বের এই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে চান ডি গিয়া, ‘বাছাইপর্বটা দুর্দান্ত কেটেছে আমাদের। এখন বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে চাই। বিশ্বকাপকে উপভোগ করতে হবে। দূরের কথা না ভেবে একটা করে ম্যাচ নিয়ে ভাবতে হবে। ভালো পারফর্ম করলে আমরা ৮ বছর আগে যা করেছিলাম সেটার পুনরাবৃত্তিও ঘটাতে পারি।’
এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্ট সামলেছেন অসাধারণভাবে, ১৮ ম্যাচে ক্লিন শিট রেখে জিতেছেন গোল্ডেন গ্লাভস। ৫ বছরের মাঝে চতুর্থবারের মতো হয়েছেন ইউনাইটেডের বর্ষসেরা ফুটবলারও। ক্লাব ফুটবলের মতো বিশ্বকাপেও দলের হয়ে ভালো কিছু করতে চান ডি গিয়া, ‘বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা দারুণ গর্বের বিষয়, সব ফুটবলারই এই স্বপ্ন দেখে। প্রথমবারের মতো স্পেনের জারি গায়ে এই মঞ্চে খেলতে নামব। মৌসুমটা যেমন কেটেছে, জাতীয় দলের হয়েও তেমন পারফর্ম করতে চাই।’
১৫ জুন সোচিতে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন।