• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "চ্যাম্পিয়নস লিগ না জিতলেও বার্সাই সেরা"

    "চ্যাম্পিয়নস লিগ না জিতলেও বার্সাই সেরা"    

    চিরপ্রতিদ্বন্দ্বীরা যেখানে হ্যাটট্রিক শিরোপা জিতেছে, সেখানে বার্সেলোনা বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালেই। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয় যে বার্সার ডাবলকে ছাড়িয়ে যাবে, সেটা বলেছিলেন খোদ বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারজ ও রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। তবে সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা বলছেন, চ্যাম্পিয়নস লিগ না জিতলেও বার্সা এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব।

     

     

    এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে বার্সেলোনা। তবে লিগ জয় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। শেষ দিকে এসেছে অবশ্য অপরাজিত থাকার রেকর্ডটা খোয়াতে হয়েছে। সেই সঙ্গে দীর্ঘ ক্যারিয়ার শেষে ক্লাব ছেড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তাও। 

    তবে ইনিয়েস্তার বিদায় কিংবা চ্যাম্পিয়নস লিগ না জেতা, কিছুই বার্সেলোনার ওপর প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস ইয়োহান ক্রুইফ ফাউন্ডেশনের অনুষ্ঠানে বার্সা সফররত গার্দিওলার, ‘ইনিয়েস্তা চলে গেছে তাতে কী হয়েছে? তার মতো ফুটবলার আবার খুঁজে বের করবে তারা। একজন দুজন কিংবা তিনজন চলে গেলে কোনো ক্লাব শেষ হয়ে যায় না। আর চ্যাম্পিয়নস লিগ জিতুক কিংবা না জিতুক, বার্সেলোনাই এখন বিশ্বের সেরা ক্লাব।’

    রিয়ালের হ্যাটট্রিক শিরোপা জয়ে তাদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি গার্দিওলা, ‘যখন একটা দল টানা তিনবার এই শিরোপা জেতে, সেটা অবিশ্বাস্য। চ্যাম্পিয়নস লিগ অন্য যেকোনো প্রতিযোগিতার চেয়ে কঠিন। মাদ্রিদ নকআউট ম্যাচগুলোর চাপ খুব ভালোভাবে সামলেছে বলেই টুর্নামেন্ট জিতেছে। কোচ হিসেবে জিদানও ছিলেন দুর্দান্ত।’