নয় বছরে কেবল একটা হাততালি পেয়েছেন লুকাকু!
২৪ বছর বয়সেই হয়ে গেছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। অথচ দেশের হয়ে খেলতে নামলে সেভাবে সমর্থন পান না, খেদ জানিয়েছিলেন আগেই। বিশ্বকাপের আগে আরেক দফা নিজের ক্ষোভ ঝাড়লেন এই তারকা ফরোয়ার্ড। জানিয়েছেন নিজের অবদানের জন্য প্রাপ্য সম্মানটা সেভাবে পাননি।
জর্ডান লুকাকুও সুর মিলিয়েছেন ভাইয়ের সাথে। জানিয়েছেন দেশের হয়ে এতোগুলো বছর ধরে খেলার পরেও লুকাকুকে সেভাবে সমর্থন দেয়নি বেলজিয়ামে্র মানুষ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জর্ডানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে লুকাকু সেটা অস্বীকারও করেননি। “হয়ত সে ঠিকই বলেছে। আমি একবার জর্ডানকে বলেছিলাম আমরা এখানে (বেলজিয়াম দল) সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়েই টিকে আছি। আমরা শুধু নিজেদের প্রমাণ করতে পারি এবং যতোটা সম্ভব উপভোগ করতে পারি।”
লুকাকুকে তখন মনে করিয়ে দেয়া হয় সর্বশেষ ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে তাকে ভক্তরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন। তবে ক্ষুব্ধ লুকাকুর তাতে যে মন গলেনি তার প্রমাণ মেলে এর উত্তরে। “নয় বছর পর প্রথম হাততালি। আমার আর সর্মথকদের মধ্যে যা হয়েছে সবাই কি তা ভুলেই গেছে আর ক্ষমা করে দিয়েছে? অন্তত আমার কাছে তা মনে হয়না। নয় বছরে একমাত্র হাততালি, তার মানে কিছুই ভুলে যাওয়া হয়নি এবং ক্ষমাও করা হয়নি।"
বেলজিয়ামের হয়ে বিশ্বকাপ জয় করলেও চিত্রবদলের সম্ভাবনা কতটুকু? "দেখা যাক, আমি নিশ্চিত না। আমি চেষ্টা করবো নিজেকে উপভোগ করার।" সমর্থকদের সাথে দীঘদিনের দূরত্বটা ঘোঁচানোর সম্ভাবনা কমই দেখছেন এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।"
বেলজিয়ামের বিশ্বকাপ অধ্যায় শুরু হতে যাচ্ছে ১৮ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রূপ জি’তে তাদের ওপর দুই প্রতিপক্ষ ইংল্যান্ড এবং তিউনিশিয়া।