"চ্যাম্পিয়নস লিগ না জিতলে বরখাস্ত হতেন জিদান"
ঘোষণাটা এসেছে আকস্মিকভাবেই। হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের মাত্র চারদিনের মাথায়ই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। সাবেক রিয়াল কোচ ফ্যাবিও ক্যাপেলো অবশ্য স্কাই স্পোর্টসকে বলছেন, এবার চ্যাম্পিয়নস লিগ না জিতলে জিদানকে বরখাস্তই করা হতো!
কোচের দায়িত্ব ছেড়ে ঠিক কাজই করেছেন জিদান, মানছেন ক্যাপেলো, ‘মাদ্রিদের পরিবেশ এখন খুব বেশি ভালো নেই। সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জিদান ভালো করেছে। সে জানত যে, এবার চ্যাম্পিয়নস লিগ না জিতলে তাকে বরখাস্ত করা হবে। তিন মাস আগেই সে ব্যাপারটা জানত। রিয়াল ও পেরেজকে নিয়ে সবসময়ই কিছু বিতর্ক আছে। পেরেজ নিজেই কোচের সিদ্ধান্তগুলো নিতে চান। যখন দল জেতে তখন তিনি খুশি, দল হারলে অন্যের ওপর দোষ চাপান। আমিও ট্রফি জিতেছিলাম, তাও আমাকে বরখাস্ত করা হয়েছিল।’
কে হবেন জিদানের উত্তরসূরি? ক্যাপেলো এই দৌড়ে এগিয়ে রাখছেন সাবেক রিয়াল মিডফিল্ডার গুতিকেই, ‘আমার মনে হয় গুতিই হবে রিয়ালের পরবর্তী কোচ। নাহলে কন্তে অথবা সারির দুজনের কেউ একজন হতে পারেন।’