মেসি-নেইমারের গোলে খাবার পাবে ১০ হাজার শিশু
বিশ্বকাপে তাদের গোল দেখার জন্য উন্মুখ হয়ে থাকবে পুরো বিশ্ব। তবে রাশিয়াতে লিওনেল মেসি ও নেইমারের পা থেকে আসা গোলের জন্য হয়ত একটু বেশিই অপেক্ষা করবে লাতিন আমেরিকার সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের প্রত্যেক গোলে যে খাবার পাবে ১০ হাজার দরিদ্র শিশু!
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করেছে মাস্টারকার্ড ও জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পরিষদ। ‘টুগেদার উই আর ১০’ স্লোগানকে সামনে রেখে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ এই পরিকল্পনা গ্রহণের কথা জানান মাস্টারকার্ডের মুখপাত্র অ্যানা ফেরেল, ‘এই অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তাদের মাঝে বেশিরভাগই শিশু। তাদের সাহায্য করতেই মেসি-নেইমারকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই পরিকল্পনার সাথে যুক্ত হতে পেরে দারুণ খুস মেসিও, ‘এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমি গর্বিত। বহু শিশুর জীবন পাল্টে দেবে এটা। আমি চেষ্টা করব বেশি শিশুর মুখে হাসি ফোটাবার।’
ক্ষুধার বিরুদ্ধে ‘লড়াইয়ের’ ঘোষণা দিলেন নেইমারও, ‘আমরা সবাই চাই এই অঞ্চলের শিশুরা যেন অন্তত এক প্লেট খাবার পায়। একসাথে হলে আমরা লাতিন আমেরিকার জন্য অনেক কিছুই করতে পারি। এই উদ্যোগ তারই প্রমাণ।’