• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকছেন না আগুস্তো-কস্তা

    ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকছেন না আগুস্তো-কস্তা    

     

    সবকিছু ভালোমতোই চলছিল। কিন্তু বিশ্বকাপের মাত্র ২ সপ্তাহ আগে দলের ফুটবলারদের ইনজুরি বেশ ভাবিয়ে তুলেছে ব্রাজিল কোচ তিতেকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না ডগলাস কস্তা ও রেনাতো আগুস্তো। তবে একাদশে না থাকলেও হয়ত ম্যাচের কোনো এক সময় নামতে পারেন নেইমার।

    অনুশীলনে যোগ দেওয়ার পর থেকেই নেইমার বলছিলেন, এখনো শতভাগ ফিট নন। দুদিন আগে অনুশীলনের সময় তিন মাস আগে চোট পাওয়া সেই পায়ে আবারও ব্যথা অনুভব করেন। প্রাথমিক চিকিৎসার পর কিছুক্ষণ অনুশীলন করলেও পরের দিন আর তাকে ব্রাজিল দলের সাথে দেখা যায়নি। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

    নেইমার খেললেও নিশ্চিতভাবে খেলা হচ্ছে না কস্তা ও আগুস্তোর। ব্রাজিল দলের অনুশীলন শুরুর পর থেকেই দেখা যায়নি কস্তাকে। থাই ইনজুরি সেরে কবে ফিরবেন, সেটাও নিশ্চিত করে বলতে পারছে না ব্রাজিল। এদিকে বুধবার অনুশীলন করতে গিয়ে ডান পায়ের হাঁটুতে চোট পান আগুস্তো। শুধু ক্রোয়েশিয়া নয়, ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও দলের বাইরে থাকতে হতে পারে তাকে। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা, সে নিয়েও চিন্তায় আছেন তিতে। 

    আগুস্তোর জায়গায় খেলতে পারেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফার্নানদিনহো। থাই ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন ডিফেন্ডার ফ্যাগনারও। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ৩ জুন নিজেরদের প্রথম প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।