• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    গ্রিজমান-ডেম্বেলেতে ইতালিকে হারাল ফ্রান্স

    গ্রিজমান-ডেম্বেলেতে ইতালিকে হারাল ফ্রান্স    

     

    এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মানা হচ্ছে তাদের। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করা ফ্রান্স নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিটাও শুরু করল দারুণভাবে। গ্রিজমান, ডেম্বেলে,উমতিতির গোলে এবারের বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে না পারা ইতালিতে ৩-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।

    ফ্রান্সের নিসেতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আঁতোইন গ্রিজমানরা। ফলটাও আসে দ্রুতই। মাত্র ৮ মিনিটের মাথায় স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় ফ্রান্স। গ্রিজমানের ফ্রি কিক থেকে বল পেয়ে কিলিয়ান এমবাপ্পের করা ভলি ইতালি গোলরক্ষক ফিরিয়ে দিলেও পোস্টের সামনে বল পেয়ে গোল করতে ভুল করেননি উমতিতি। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। যদিও রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আবেদন করেছিল ইতালি, তবে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিতে সেই সিদ্ধান্তই বহাল থাকে।

    ফ্রান্সের একের পর এক আক্রমণে দিশেহারা ছিল ইতালি রক্ষণভাগ। স্রোতের বিপরীতে ৩৬ মিনিটে ব্যবধান কমান ইতালির লিওনার্দো বনুচ্চি। মারিও বালোতেল্লির ফ্রি কিক ফ্রান্স গোলরক্ষক ঠেকিয়ে দিলেও সেই বল গিয়ে পড়ে বনুচ্চির সামনে, ছয় গজ দূর থেকে বল জালে জড়াতে ভুল করেননি।

    দ্বিতীয়ার্ধেও ছিল ফ্রান্সের আধিপত্য। ৪৭ মিনিটে দলের তৃতীয় গোল আসতে পারত উসমান ডেম্বেলের পা থেকে, কিন্তু তার শট পোস্টে গেলে ফিরে গেলে সেটা হয়নি। ৬৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান এই ডেম্বেলেই। বক্সের বাইরে থেকে দেওয়া দারুণ এক শটে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে ফ্রান্স। শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ফ্লোরিয়ান থাউভিনের ভলি গোলরক্ষক না ঠেকালে হারের ব্যবধানটা আরও বড় হতো ইতালির।

    আগামী ১০ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। অন্য প্রস্তুতি ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে মিশর। চেক রিপাবলিককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বসনিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া।