• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    নিমেষেই বিক্রি নাইজেরিয়ার ৩০ লাখ জার্সি!

    নিমেষেই বিক্রি নাইজেরিয়ার ৩০ লাখ জার্সি!    

    প্রতিবার গ্রুপ পর্ব পেরনোই থাকে তাদের প্রধান লক্ষ্য। বিশ্বকাপ জেতার কথা হয়ত কল্পনাতেও আনেন না নাইজেরিয়ার সমর্থকরা। কিন্তু তাতে কি ভাটা পড়বে বিশ্বকাপের উন্মাদনা? মোটেও না! বিশ্বকাপের আনন্দটা ভালোভাবেই ছুঁয়েছে নাইজেরিয়ান ভক্তদের। তাইতো বাজারে আসার কয়েক মিনিটের মাঝেই বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ জার্সি!

    ১৯৯৪ বিশ্বকাপের জার্সিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবারের নাইজেরিয়ার জার্সি। হোম জার্সিতে সাদার ভেতরে আছে ডোরাকাটা সবুজ, অ্যাওয়ে জার্সিটা গাঢ় সবুজের মাঝে কালো ডোরাকাটা। গত ফেব্রুয়ারিতেই জার্সি উন্মোচনের সময় এসেছিল বহু প্রি অর্ডার। কিন্তু তাই বলে লাখ লাখ রেপ্লিকা জার্সি নিমেষেই শেষ হয়ে যাবে, সেটা হয়ত কেউই ভাবেননি।

    জার্সি মূল্যটাও কিন্তু একেবারে কম নয়। বাংলাদেশি টাকার প্রায় ৭৫০০ টাকা মূল্যের এই জার্সি কিনতে ভোরবেলা থেকেই নাইকির দোকানের সামনে ভিড় জমিয়েছিলেন হাজারো সমর্থক। দল যেমনই করুক, জার্সি পরে মাঠে গিয়ে কিংবা ঘরে বসে তাদের সমর্থন জুগিয়ে যেতে চান সবাই, ‘সুপার ঈগলদের তো সমর্থন করতেই হবে! নিজের দেশ বলে কথা। আমরা এজন্যই জার্সি কিনতে এসেছি, এটা পরেই খেলা দেখব।’

    জার্সি কিনতে এসে অবশ্য হতাশ হয়েছেন অনেকেই। কারণ কয়েক মিনিটের মাঝেই শেষ হয়ে গেছে স্টকে রাখা জার্সি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পড়েও জার্সি না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। নাইকি বলছে, নতুন করে জার্সি তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত নেই তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হতাশাও প্রকাশ করেছেন সমর্থকরা।

    আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নতুন জার্সি পরেই মাঠে নামবে নাইজেরিয়া।