• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "ভিডিও রিভিউ থাকলে ওই গোলের পর জেলে যেতাম"

    "ভিডিও রিভিউ থাকলে ওই গোলের পর জেলে যেতাম"    

    বিশ্বকাপের সবচেয়ে আলোচিত গোল সেটি, সমালোচিতও বটে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অফ গড’ নিয়ে বিতর্ক হয় আজও। খোদ ম্যারাডোনাই স্বীকার করেছিলেন, গোলটা হয়েছিল হাত দিয়ে। সাবেক আর্জেন্টাইন অধিনায়ক বলছেন, ওই বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি পদ্ধতি থাকলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো!

    প্রয়োগের পর থেকে কিছু বিতর্কের জন্ম দিলেও প্রতিনিয়তই দারুণ সিদ্ধান্ত দিয়ে আসছে ভিডিও রিভিউ পদ্ধতি। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো রাশিয়া বিশ্বকাপে ব্যবহার করা হবে ভিএআর, সাথে থাকবে আরও কিছু নতুন পদ্ধতি।  

    ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৮০ হাজার দর্শক। রেফারি আলি বিন নাসের ও সহকারী রেফারিদের চোখ ফাঁকি দিয়ে হাতের সাহায্যেই গোল করেছিলেন ম্যারাডোনা। পড়ে বলেছেন, ওটা ছিল 'ঈশ্বরের হাত'। সেই থেকেই গোলটি ‘হ্যান্ড অফ গড’ নামেই পরিচিত। 

    এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলছেন, ভিডিও রিভিউ থাকলে সেদিন ওই গোলটা দিতে পারতেন না, ‘আমার তো মনে হয় সেদিন ভিডিও রিভিউ থাকতে আমাকে গ্রেফতার করা হতো! ৮০ হাজার মানুষের সামনে তো চুরি করা অসম্ভব। গোলের পর ইংল্যান্ডের সবাই বলছিল, ‘হ্যান্ডবল, হ্যান্ডবল’। আমি রেফারি ও তাদের দিকে তাকিয়ে বলছিলাম, কিসের হাত? এটা গোলই হয়েছে!’